রিভিউ নিয়েও সাজঘরে সাকিব

261095ইনসাইড এজ হয়েও রিভিউ নেননি মুশফিক। আর রিভিউ নিয়েও বিদায় নিতে হলো সাকিব আল হাসানকে। ৩ উইকেট হারিয়ে বিপদে পড়া বাংলাদেশকে এক পর্যায়ে টেনে তুলছিল সাকিব ও তামিম জুটি। এই জুটিতেই আসে ৬৯ রান। অথচ ২৯.৫ ওভারে তাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন ট্রাভিস হেড। ২৯ রানে ব্যাট করতে থাকা সাকিব শুরুতে অবশ্য আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। রিভিউ নিলেও পরে ধরতে হয় সাজঘরের পথ। বাংলাদেশের সংগ্রহ ৩০ ওভারে ৪ উইকেটে ১২৪ রান।   
অবশ্য দ্রুত তিন উইকেট পতনের হতাশা থাকলেও স্বস্তি ফেরাতে থাকেন ওপেনার তামিম ইকবাল। ঝটপট ব্যাট চালিয়ে তুলে নিয়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে তার ক্যারিয়ারের ৩৭তম হাফসেঞ্চুরি। ব্যাট করছেন ৬৮ রানে।
তবে শুরুতে ধীর স্থির থাকার ইঙ্গিত দিতে পারেনি বাংলাদেশ। শুরুতেই উইকেট হারিয়ে বসে টাইগাররা। দলীয় ২২ রানেই জশ হ্যাজেলউডের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন ওপেনার সৌম্য সরকার (৩)।

উল্টো দিকে নিজের স্বাভাবিক ভঙ্গিতেই খেলতে থাকেন তামিম। প্রথম উইকেটের পতনের পর খুব বেশি দেরি হয়নি দ্বিতীয় উইকেটের পতনে। দলীয় ৩৭ রানে কভার পয়েন্টে প্যাট কামিন্সের বলে সরাসরি ক্যাচ দিয়ে বিদায় নেন ইমরুল কায়েস। তৃতীয় উইকেটে মুশফিক কিছুক্ষণ টিকে থাকার ইঙ্গিত দিলেও মোয়েসেস হেনরিকসের বলে ফাঁদে পড়েন এলবিডাব্লিউর। বিদায় নেন ৯ রানে।

এর আগে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

/এফআইআর/