ইতিহাসের সামনে দাঁড়িয়ে ফেদেরার

 

ফেদেরার৩৫ বছর বয়সেও দাপট দেখিয়ে যাচ্ছেন রজার ফেদেরার। রেকর্ড ১৯তম গ্র্যান্ড স্লাম থেকে একটি মাত্র ম্যাচ দূরে আছেন। উইম্বলডনেও গড়তে যাচ্ছেন ইতিহাস। প্রথম তারকা হিসেবে অষ্টম শিরোপা জেতার কাছে সুইস তারকা। রবিবারের ফাইনালে তার প্রতিপক্ষ মারিন চিলিচ।

চিলিচকে হারালেই পিট সাম্প্রাসকে ছাড়িয়ে যাবেন ফেদেরার। ২০০০ সালে উইম্বলডনে রেকর্ড গড়েছিলেন তিনি। এর আগে ১৮৮৯ সালে গড়েন উইলিয়ামস রেনশ।

তাই নতুন রেকর্ডের মুখোমুখি দাঁড়িয়ে ফেদেরার মুখিয়ে আছেন ইতিহাস গড়তেই, ‘উইম্বলডনে ইতিহাস গড়তে পারলে এটা আমাকে আনন্দ দেয়।’

এই কোর্টেই স্বপ্ন বাস্তবায়ন হয়েছে ফেদেরারের। তাই টুর্নামেন্টকে আলাদা করেই ভালোবাসেন তিনি, ‘এটা অনেক বড় কিছু। আমি টুর্নামেন্টাকে খুব ভালোবাসি। কারণ এখানেই যে আমার স্বপ্নগুলো সত্যি হয়েছে। তাই আট নম্বরের কাছে যেতে পেরে অনুভূতিটাও অন্যকরকম লাগছে।’

ক্যারিয়ারের মধ্যগগনে থেকেও পারফরম্যান্সে খাদ রাখেননি ফেদেরার। যদিও ১৮তম গ্র্যান্ডস্লাম পূরণে অপেক্ষায় থাকতে হয়েছে ৫টি বছর। এই বছরের জানুয়ারিতেই অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে সেই খরা ঘুচিয়েছেন। এর ছয় মাস পর দাঁড়িয়ে আছেন ১৯তম শিরোপার। আজ পারবেন তো বেশি বয়সে আরেকটি মাইল ফলক ছুঁতে?

/এফআইআর/