ইনজুরিতে মাহমুদউল্লাহ

ইনজুরিতে মাহমুদউল্লাহমারিও ভিল্লাভারায়েনের নেতৃত্বে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে কন্ডিশনিং ক্যাম্প চলছে টাইগারদের। আর ক্যাম্প চলাকালেই কোমরের ইনজুরিতে পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। চোটে আক্রান্ত হওয়ার পর পরই হাসপাতালে নেওয়া হয় জাতীয় দলের এই ক্রিকেটারকে। যদিও গুরুতর কিছু নয় বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।

রবিবার সকালে জিমনেশিয়ামে ওয়েট তুলতে গিয়ে কোমরে টান পড়ে রিয়াদের। তীব্র ব্যথা অনুভব করলে দ্রুতই হাসপাতালে নেওয়া হয় মাহমুদউল্লাহকে। রাজধানীর অ্যাপোলো হাসপাতালে নেওয়া হলে সেখানে তার পিঠের এক্স-রে করা হয়। সঙ্গে এমআরআইও করানো হয়। বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, মাহমুদউল্লাহর ইনজুরির মাত্রা কীরকম- সেটা জানা যাবে আগামীকাল। এ প্রসঙ্গে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এমআরআই রিপোর্ট দেখে গুরুতর কিছু মনে হচ্ছে না। বিশেষজ্ঞরা বিষয়টি আরও ভালোভাবে পর্যবেক্ষণ করছেন। ওর ইনজুরিটা কোন পর্যায়ের এই ব্যাপারে কালকে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে। তবে আমাদের ধারণা সেটা গুরুতর নয়। পেশিতে খানিকটা টান লেগেছে।’

/আরআই/এফআইআর/