কর ফাঁকির মামলায় মুক্ত নেইমার

অলিম্পিকে নেইমারের ওপর নির্ভরশীল থাকতে চায় ব্রাজিলকর ফাঁকির মামলায় সুখবর পেলেন ব্রাজিলীয় সুপার স্টার নেইমার। তাকে সেই মামলা থেকে মুক্তি দিয়েছে আদালাত। মঙ্গলবার নেইমারের বাবাই এক বিবৃতিতে জানিয়েছেন এ খবর।

ব্রাজিলে গত বছর কর ফাঁকির মামলায় বার্সা তারকাকে জরিমানা করা হয়েছিল ৫৬.৭ মিলিয়ন ইউরো। ২০১১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত সান্তোস, বার্সেলোনা ও স্পনসর থেকে কী পরিমাণ অর্থ উপার্জন করেছেন সেই বিষয়ে পরিপূর্ণ তথ্য দিতে ব্যর্থ হয়েছিলেন তিনি। আর সেই মামলায় জরিমানা করা হলে পরে আবেদন করেন। তাতে নেইমারের বিরুদ্ধে অবশ্য অপরাধমূলক কিছুর প্রমাণ পায়নি ব্রাজিলের আদালত।

তাতেই মামলাটি থেকে আনুষ্ঠানিকভাবে মুক্তি দেওয়া হয়েছে নেইমারকে। এমন খবর অবশ্য সেই সময়েই বেরুলো যখন নেইমারের দল বদল নিয়ে অনেক গুঞ্জন শোনা যাচ্ছে। বলা হচ্ছে, বার্সা ছেড়ে পিএসজিতে যেতে রাজি ব্রাজলীয় এই তারকা! গোলডটকম। 

/এফআইআর/