সরাসরি বিশ্বকাপে খেলার আশা টিকিয়ে রাখলো পর্তুগাল

সরাসরি বিশ্বকাপে খেলার আশা টিকিয়ে রাখলো পর্তুগাল বিশ্বকাপে সরাসরি খেলতে এখনও আশা টিকিয়ে রেখেছে পর্তুগাল। বিরতির পর বদলি হয়ে ফিরেই দলকে প্রেরণার রসদ যুগিয়ে গোল পাইয়ে দিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। এরপর শেষ দিকে সিলভার গোলে ২-০ গোলে অ্যান্ডোরাকে হারিয়েছে পর্তুগাল।

গ্রুপ বি থেকে এখনও শীর্ষে রয়েছে সুইজারল্যান্ড। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে পরেই রয়েছে পর্তুগাল।

বিরতির পর বদলি হয়ে ফিরে ৬৩ মিনিটে গোল করেন রোনালদো। কারণ আরও একটি হলুদ কার্ড দেখলেই নিষেধাজ্ঞার খড়গে পড়বেন তিনি। তাই কোচ সতর্কতার সঙ্গেই প্রথমার্ধে প্রাণভোমরাকে বসিয়ে রাখেন বেঞ্চে। 

শেষ দিকে ৮৬ মিনিটে পরের গোলটি করেন সিলভা। শেষ ম্যাচে সুইজারল্যান্ডকে হারালেই গ্রুপ লিডার হয়ে বিশ্বকাপ নিশ্চিত করবে রোনালদোর দল।

এই অবস্থায় মঙ্গলবার তিন পয়েন্টের সুবিধা নিয়ে পর্তুগাল সফর করবে সুইজারল্যান্ড। তারপরেও গোল ব্যবধানে তাদের চেয়ে এগিয়ে আছে পর্তুগালই। তবে সামনের ম্যাচে হেরে গেলে প্লে অফে খেলতে হবে রোনালদোদের।

অপর দিকে লুক্সেমবার্গকে ৮-০ গোলে হারিয়েছে সুইডেন। বুলগেরিয়াকে ১-০ গোলে ফ্রান্স ও হাঙ্গেরিকে ৫-২ গোলে হারিয়েছে সুইজারল্যান্ড।