ভারতকে টপকে শীর্ষে দক্ষিণ আফ্রিকা

ভারতকে টপকে ওয়ানডেতে শীর্ষে দক্ষিণ আফ্রিকাবাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের ম্যাচ বাকি আরও একটি। এর আগে অবশ্য ২-০ তে সিরিজ নিশ্চিত করে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। আর তাতে ওয়ানডে র‌্যাংকিংয়ে ভারতকে টপকে শীর্ষ স্থান দখল করেছে প্রোটিয়ারা। ভারতের সমান রেটিং পয়েন্ট (১২০) থাকলেও ভগ্নাংশের বিচারে এগিয়ে ফাফ দু প্লেসির দল।

এদিকে সিরিজ শুরুর আগে ছয়ে ওঠার সুযোগ ছিল বাংলাদেশের। দুই ম্যাচ হেরে র‌্যাংকিংয়ের পরিবর্তন না হলেও রেটিং ২ পয়েন্ট কমে ৯২ হয়েছে বাংলাদেশের। অপরদিকে ৬ নম্বরে থাকা পাকিস্তানের রেটিং বেড়ে দাঁড়িয়ে হয়েছ ৯৮। 

তবে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজে জয় পেলে পুনরায় শীর্ষস্থানটা দখল করতে পারবে ভারত। সেই সিরিজ শুরু হবে আগামী ২২ অক্টোবর।

শুক্রবার পর্যন্ত র‌্যাংকিংয়ের সবশেষ অবস্থা:

    র‌্যাংকিং      

রেটিং

১. দক্ষিণ আফ্রিকা

 

১২০

২. ভারত

১২০

৩. অস্ট্রেলিয়া

১১৪

৪. ইংল্যান্ড

১১৪

৫. নিউজিল্যান্ড

১১১

৬. পাকিস্তান

৯৮

৭. বাংলাদেশ

৯২

৮. শ্রীলঙ্কা

৮৪

৯. ওয়েস্ট ইন্ডিজ

৭৭

১০. আফগানিস্তান

৫৪

 

/এফআইআর/