ওয়ানডের পারফরম্যান্সকে ‘বিপদ সংকেত’ বললেন মাশরাফি

মাশরাফিওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোনও প্রতিরোধই গড়তে পারেনি বাংলাদেশ। তিনটি ওয়ানডেতেই হেরেছে যাচ্ছে-তাইভাবে। সব শেষ ওয়ানডেতে তো আরও ভয়ানক অবস্থা। রানের দিক থেকে ওয়ানডের তৃতীয় সর্বোচ্চ হারটাই এখন যৌথভাবে অধিকার করে আছে বাংলাদেশ দল! এই অবস্থায় সাম্প্রতিক ওয়ানডে পারফরম্যান্সকে বিপদ সংকেত বললেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ম্যাচ শেষে ওয়ানডে ক্যাপ্টেন রাখ-ঢাক না রেখে বলেই ফেললেন, ‘এই সফরটা বাংলাদেশের ক্রিকেটের জন্য বিপদ সংকেত।’ যেহেতু সামনে আরও দ্বিপক্ষীয় সিরিজ ও বিশ্বকাপ আসছে, তাই ভুলগুলো অচিরেই সমাধানের পক্ষে মাশরাফি, ‘সামনে যেহেতু আরও ম্যাচ খেলতে হবে, দ্বিপক্ষীয় ও বিশ্বকাপ মিলিয়ে। তাই ইউনিট হিসেবে বিষয়গুলো আমাদের দ্রুতই দেখভাল করা উচিত।’

সফরে ব্যাট ও বল হাতে কোনও আক্রমণই হানতে পারেনি সফরকারীরা। বিশেষ করে ওয়ানডেতে বিষয়গুলো ছিল আতঙ্কজনক। প্রথম ওয়ানডেতে ১০ উইকেটের হার, দ্বিতীয় ওয়ানডেতে হারটা ছিল ১০৪ রানে তৃতীয় ওয়ানডেতে সবচেয়ে বড় ব্যবধানে ২০০ রানে হেরে গেছে মাশরাফির দল। এই দৈন্য দশাকে আত্মবিশ্বাসের অভাব হিসেবে দেখেন মাশরাফি, ‘আমার মনে হয় ব্যাটিং ও বোলিংয়ে সেভাবে আত্মবিশ্বাসের খোঁজটা পাচ্ছি না। বিশেষ করে মনে হয় কন্ডিশনটায় খাপ খাওয়াতে পারিনি এখনও। এটা অবশ্য চ্যাম্পিয়নস ট্রফির পর থেকেই হচ্ছে। সামনের সিরিজগুলোতে আমাদের বিষয়গুলো দ্রুতই শুধরে নিতে হবে। নাহলে ভবিষ্যতের অবস্থা শোচনীয় হবে।’

বোলার হিসেবে ওয়ানডেটা চ্যালেঞ্জিং ছিল মাশরাফির কাছে। সেভাবে আগ্রাসী ছিলেন না। তাই বাংলাদেশের জন্যে পুরো সফরকে কঠিন মনে করেন মাশরাফি, ‘সফরটা আমাদের জন্য কঠিন ছিল। এছাড়া দুর্ভাগ্যও বলতে হবে। আশা করছি এসব অভিজ্ঞতা ভবিষ্যতে আমার কাজে লাগবে। আমার আরও আগ্রাসী হওয়া উচিত ছিল।’