বেতন বাড়লো পিএসএলে

বেতন বাড়লো পিএসএলে পাকিস্তান সুপার লিগে (পিএসএল)এবারের আসর থেকেই বাড়ানো হচ্ছে বেতন। প্রতিটি খেলোয়াড়ের ক্ষেত্রে সেটি বাড়ানো হয়েছে আরও ২৫ হাজার মার্কিন ডলার। একই সঙ্গে স্কোয়াডে ক্রিকেটারদের সংখ্যা ২০ থেকে বাড়িয়ে করা হয়েছে ২১।  এক্ষেত্রে একটি স্কোয়াডে সর্বনিম্ন ১৬জন থেকে থাকতে পারেন সর্বোচ্চ ২১জন। যাতে সাপ্লিমেন্টারি থাকবেন ৫জন করে।

পিসিবি জানিয়েছে, সব ফ্র্যাঞ্চাইজি বেতন বাড়ানোর পক্ষে এই সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া যেই একজন বাড়তি ক্রিকেটার বাড়ানো হয়েছে তিনি অন্তর্ভুক্ত হবেন পাকিস্তান থেকেই।

পাকিস্তান সুপার লিগে রয়েছে বিভিন্ন ক্যাটাগরি। আর সব ক্যাটাগরির মূল্যমানে রয়েছে পার্থক্য। তবে একজন ক্রিকেটার সেখান থেকে এক পূর্ণ মৌসুমে আয় করতে পারবেন ১ লাখ ৪০ হাজার ডলার থেকে ২ লাখ ৩০ হাজার ডলার।