অনুশীলনে ওয়ার্নারের চোট

ফিল্ডিং ড্রিল করতে গিয়ে ঘাড়ে ব্যথা পান ওয়ার্নার অ্যাশেজ শুরুর আগে ভয় পাইয়ে দিয়েছিলেন অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। মঙ্গলবার অনুশীলন করতে গিয়ে ঘাড়ে ব্যথা পেয়েছেন। এমনই অবস্থা যে ঘাড় বাঁকাতেও পারছেন না অসি তারকা। অবশ্য টেস্ট শুরুর দুই দিন আগে তাকে ফিরে পেতে সর্বোচ্চ চেষ্টা করছেন দলীয় ফিজিও ডেভিড বেকলি।

ফিল্ডিং ড্রিল করার সময়ই ঘটে এই অঘটন। চোট নিয়ে ওয়ার্নার জানান, ‘আমার ঘাড় নাড়াতে পারছি না। উঁচু বল ধরতে গিয়ে বুঝতে পারি ঘাড়ে কিছু একটা হয়েছে। এই মুহূর্তে আমি ফিজিওর কাছ থেকে সেবা নিচ্ছি। আশা করছি আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সব কিছু ঠিক হবে।’

ওয়ার্নারের চোট নিয়ে আশঙ্কা করার মতো কিছু নেই। তার আভাসটা নিজেই দিলেন অসি ব্যাটসম্যান। চোট নিয়েও খেলার ব্যাপারে আশাবাদী তিনি, ‘আজকে আমি চেষ্টা করবো যাতে খেলতে পারি। কৌশল নিয়ে কাজ করতে হবে। তবে ব্যথা এখনও আছে। এরকম আর কখনও হয়নি।’