নেইমারহীন পিএসজির হার

লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আলভেস। দিনটি পিএসজির ছিল না। একই দিনে ছিলেন না নেইমার, তার সঙ্গে এই ম্যাচে চোট পেয়ে বাইরে চলে যান কিলিয়ান এমবাপ্পে।  দ্বিতীয়ার্ধে দানি আলভেস লাল কার্ড দেখে মাঠ ছাড়লে সেই হতাশা আরও চেপে বসে। এমন ম্যাচে লিওঁর কাছে ২-১ গোলে হেরেছে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)।

লিওঁর মাঠে দ্বিতীয় মিনিটে গোল হজম করে বসে পিএসজি। নেবিল ফেকরির গোলে এগিয়ে যায় লিওঁ। যদিও বিরতির আগে লেভিন কুরজাওয়ার গোলে সমতায় ফিরতে পারে পিএসজি।

এর ৩০ মিনিট পরই ১০ জনের দলে পরিণত হয় তারা। এনদোম্বেলেকে ফাউল করে মাঠ ছাড়েন আলভেস।  এরপর পরিস্থিতি আরও ঘোলাটে হলে সুযোগ কাজে লাগায় লিওঁ।  শেষ দিকে অতিরিক্ত সময়ে ডিপাইয়ের গোলে ২-১ স্কোর নিয়ে মাঠ ছাড়ে লিওঁ।

হারার পরেও ২২ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে আছে পিএসজি।  সমান ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লিওঁ।  লিগে শীর্ষে থাকা পিএসজির এটি দ্বিতীয় হার।