শেষ চারে কেরবার

ম্যাডিসন কিসকে হারানোর পর কারবারের উল্লাস অস্ট্রেলিয়ান ওপেনে উড়ন্ত ফর্মে রয়েছেন জার্মান তারকা অ্যাঞ্জেলিক কেরবার।  কোয়ার্টার ফাইনালে একপেশে লড়াইয়ে ম্যাডিসন কিসকে উড়িয়ে সেমিফাইনালের টিকিট কেটেছেন দুইবারের গ্র্যান্ডস্লাম জয়ী তারকা।

৩০ বছর বয়সী কেরবার কোর্টে ছিলেন ভীষণ আগ্রাসী। কিসকে ৬-১, ৬-২ গেমে হারাতে সময় নিয়েছেন ৫১ মিনিট! উল্টো দিকে ২০১৭ ইউএস ওপেন ফাইনালিস্ট কিস খেলায় শুরু থেকে বিপর্যস্ত ছিলেন। নিজের করা সার্ভে ৪৬ পয়েন্ট থেকে জিততে পেরেছেন মাত্র ১৮ পয়েন্ট।

এই মৌসুমে দারুণ ফর্মে থাকা কেরবার ২০১৮ সালে জিতেছেন সবকটি এককেই।  তাই শেষ চারে পুনরায় যেতে পেরে তৃপ্তি ঝরেছে তার কণ্ঠে, ‘দ্বিতীয় সেটে সবগুলো খেলাই কাছাকাছি ছিল। সেমিফাইনালে পুনরায় যেতে পেরে আমি তৃপ্ত। এই মুহূর্তে টেনিসটা খুবই উপভোগ করছি।’

২০১৬ অস্ট্রেলিয়ান ওপেন জয়ী কেরবার শেষ চারে খেলবেন বিশ্ব র‌্যাংকিংয়ের এক নম্বর সিমোনা হালেপ অথবা ক্যারোলিনা প্লিসকোভার ম্যাচে বিজয়ীর বিপক্ষে।