টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ফিরলেন তামিম

Tossসিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ।

অবশ্য আগের ম্যাচে শুরুতে ব্যাটিং করেছিল বাংলাদেশ। তাতেও হার এড়াতে পারেনি স্বাগতিকরা।  বাংলাদেশ একাদশে চারটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে।  চোট সারিয়ে ফিরেছেন ওপেনার তামিম ইকবাল।  টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচেও অভিষেক হচ্ছে দুইজন ক্রিকেটারের।  ওপেনার তামিম ইকবাল ফেরায় বাদ পড়েছেন আগের ম্যাচে অভিষেক হওয়া জাকির হাসান।

এছাড়া আগের ম্যাচে অভিষিক্ত অলরাউন্ডার আফিফ হোসেনের জায়গায় সুযোগ পেয়েছেন আরেক অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে তার। সিলেটের ছেলে আবু জায়েদ রাহীরও অভিষেক হচ্ছে এই ম্যাচের মাধ্যমে। পেসার রুবেল হোসেনকে বাদ দিয়ে এই ম্যাচে সুযোগ দেওয়া হয়েছে রাহীকে। শেষ ম্যাচ থেকে বাদ পড়েছেন সাব্বির রহমান রুম্মনও। তার বদলে সুযোগ পেয়েছেন মোহাম্মদ মিঠুন।

অপরদিকে শ্রীলঙ্কা দলে একটি পরিবর্তন এসেছে। ডিকবেলার জায়গায় ফিরেছেন অফ স্পিনার আমিলা আপোনসো।  

বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, মোস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, আবু জায়েদ রাহী, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, আরিফুল হক ও নাজমুল ইসলাম অপু।

শ্রীলঙ্কা একাদশ: উপুল থারাঙ্গা, দানুশকা গুনাথিলাকা, কুসল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, জীবন মেন্ডিস, থিসারা পেরেরা, দাশুন শানাকা, আমিলা আপোনসো, আকিলা ধনঞ্জয়, শেহান মাদুশাঙ্কা, ইসুরু উদানা।