আফগান দলে ফিরলেন স্টানিকজাই

স্টানিকজাইঅবশেষে স্বস্তি ফিরলো আফগানিস্তান দলে। বিশ্বকাপ বাছাইয়ে নিয়মিত অধিনায়ককে ছাড়া ধুঁকতে হচ্ছিল দলটিকে। এপেন্ডিসাইটিসের কারণে অনেক দিন বাইরে ছিলেন আসগর স্টানিকজাই।এবার সুস্থ হয়ে ফিরেছেন দলকে শক্তিশালী করার আশায়।

অবশ্য তার ফেরার দুয়ার খুলে দিয়েছেন টপ অর্ডার ব্যাটসম্যান আফসার জাজাই নিজেই। হ্যামস্ট্রিংয়ের চোটই তাকে ছিটকে দিয়েছে বাছাই থেকে। ফলে আফসার জাজাইয়ের বিদলি হয়ে টুর্নামেন্টে খেলবেন স্টানিকজাই।

ফেব্রুয়ারিতে এপেন্ডিসাইটিসের কারণে স্টানিকজাইকে সার্জারি করাতে হয়েছিল। তাতে খেলার বাইরে ছিলেন ১০ দিন। বাছাইয়ে প্রথম ৫টি ম্যাচেও খেলতে পারেননি। তার বদলে দলকে নেতৃত্ব দেন রশিদ খান।  আর এই স্টানিকজাইয়ের বদলেই দলে আসেন জাজাই। কিন্তু গত রবিবার অনুশীলনে পেয়ে বসেন চোট। মঙ্গলবার আরব আমিরাতের মুখোমুখি হবে আফগানিস্তান।  এরপর শুক্রবার মুখোমুখি হবে আয়ারল্যান্ডের। বিশ্বকাপ বাছাইয়ের দৌড়ে টিকে থাকতে হলে দুই ম্যাচেই জয়ের কোনও বিকল্প নেই আফগানদের।