প্রথমবারের মতো আইপিএলে ডিআরএস

ডিআরএস ব্যবহার হবে আইপিএলেঅবশেষে ১১তম আসরে এসে ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম) ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে আইপিএল। এপ্রিলের ৭ তারিখ থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে প্রতিটি দল নিয়ম অনুযায়ী প্রতি ইনিংসে একটি করে রিভিউ পাচ্ছে।

একই সঙ্গে থার্ড আম্পায়ার এই সময়ে বল ট্র্যাকিং ও আল্ট্রা এজ প্রযুক্তি ব্যবহারেরও সুযোগ পাবেন। ইতোমধ্যে পাকিস্তান সুপার লিগ প্রথম টি-টোয়েন্টি টুর্নামেন্ট হিসেবে ডিআরএস ব্যবহার করেছে।

গত অক্টোবরে টি-টোয়েন্টি টুর্নামেন্টে ডিআরএস ব্যবহারে কড়াকড়ি আরোপ করে আইসিসি। টি-টোয়েন্টি বিশ্বকাপে এর ব্যবহার না হলেও এই বছরের শেষ দিকে হতে যাওয়া নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ডিআরএস ব্যবহার হওয়ার কথা। এই আসর অনুষ্ঠিত হওয়ার কথা ওয়েস্ট ইন্ডিজে।

অথচ অনেক দিন ধরে ডিআরএস নিয়ে খুঁতখুঁতে ছিল ভারত। বাকি দেশগুলো সম্মত হলেও এর প্রয়োগ থেকে বিরত থেকেছে দীর্ঘদিন। সব শেষ দেশ হিসেবে ২০১৬-১৭ মৌসুমে এসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে ডিআরএস ব্যবহারে রাজি হয় বিসিসিআই।

একইভাবে আইপিএলেও ভ্রান্ত ধারণা থেকে এর ব্যবহার থেকে দূরে ছিল দেশটির বোর্ড। এ প্রসঙ্গে ভারতীয় ক্রিকেটের একজন ম্যাচ অফিসিয়াল জানান, ভ্রান্তধারণা থেকেই ভারতীয় ক্রিকেট বোর্ডের নীতি নির্ধারকের অনেকে এর ব্যবহারে অনীহা প্রকাশ করেছিল।   তাই গত ডিসেম্বরে এ নিয়ে একটি কর্মশালা আয়োজন করে আইসিসি। আইপিএল এর ব্যবহারে সম্মত হওয়ায় আরেকটি কর্মশালা আয়োজন করার কথা রয়েছে। যেটি হওয়ার কথা এপ্রিলের শুরুর দিকে।–ক্রিকইনফো।