X
মঙ্গলবার, ২১ মে ২০২৪
৭ জ্যৈষ্ঠ ১৪৩১

রাতে ইউরোপিয়ান ক্লাসিকো

স্পোর্টস ডেস্ক
৩০ এপ্রিল ২০২৪, ১৪:৩২আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ১৪:৩২

লা লিগায় শিরোপা উৎসবের অপেক্ষায় রিয়াল মাদ্রিদ। কিন্তু ইউরোপীয় শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিতে তাদের সামনে আজ অগ্নিপরীক্ষা! যাকে বলা হচ্ছে ইউরোপিয়ান ক্লাসিকো! চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে আজ প্রথম লেগে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হচ্ছে লস ব্লাঙ্কোস। টুর্নামেন্টের অন্যতম আকর্ষণীয় লড়াইটি শুরু হবে মঙ্গলবার দিবাগত রাত ১টায়। 

ইউরোপের এই টুর্নামেন্টে দুটি ক্লাব সবচেয়ে সফলতম হলেও শিরোপার বিচারে রিয়াল মাদ্রিদেরই একাধিপত্য। রেকর্ড ১৪বারের চ্যাম্পিয়ন তারা। বায়ার্ন জিতেছে ৬টি। তবে মুখোমুখি লড়াইয়ে পরিসংখ্যান বিবেচনায় নিলে দুই দল প্রায় সমানে সমান। ২৬ বারের লড়াইয়ে ১২টি জিতেছে রিয়াল, বায়ার্ন ১১টি। ফলে আজকের লড়াইটা জমজমাট হওয়ার আভাস দিচ্ছে। তবে শেষ দশকে রিয়াল বাধা টপকাতেই পারেনি বায়ার্ন! ২০১৪ ও ২০১৮ সালে সেমিতে এবং ২০১৭ সালে ফাইনালে তাদের পরাস্ত করেছে রিয়াল মাদ্রিদ। শুধু কি তাই? ওই সবগুলো আসরে মাদ্রিদের অভিজাতরাই শিরোপা ঘরে তুলেছে। 

দুই ইউরোপিয়ান জায়ান্টের লড়াইয়ের মাধ্যমে আবার একে অপরের মুখোমুখি হচ্ছেন দুই ইংলিশ সুপারস্টার জুড বেলিংহ্যাম ও হ্যারি কেইন। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বায়ার্ন কোচ থমাস টুখেলতো স্বীকারই করে নিলেন, যে কোনও অফেন্সিভ পজিশনে বেলিংহ্যাম ভীষণ গুরুত্বপূর্ণ একজন। যিনি করিম বেনজিমার পদাঙ্ক অনুসরণ করছেন। ‘জুড অসাধারণ একজন খেলোয়াড়, বিপজ্জনকও। বুন্দেসলিগাতেই ছিল চমৎকার। মাদ্রিদের হয়ে যারা খেলে তারা ক্লাবের ঐতিহ্যের জন্য একটা চাপ নিয়ে খেলে। সে এই ক্লাবে ওই চাপ আর প্রত্যাশাটা নিয়েই খেলছে।’ তাই আজ কেনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেন বেলিংহ্যাম। সতীর্থর দারুণ মৌসুম নিয়ে কেইন নিজেও অবগত। কিন্তু আশা করছেন অন্তত দুটি ম্যাচ যেন বেলিংহ্যামের পক্ষে না যায়, ‘সে দারুণ একটি মৌসুম কাটাচ্ছে। কিন্তু আমি আশা করবো সে যেন পরবর্তী দুই ম্যাচে শান্ত থাকে।’

/এফআইআর/        
সম্পর্কিত
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
আলাভেসকে বিধ্বস্ত করে যে রেকর্ড গড়েছে রিয়াল
এমবাপ্পে রিয়ালে খেলবেন, নিশ্চিত করলেন লা লিগা প্রধান
সর্বশেষ খবর
দ্বিতীয় ধাপে দেশের ১৫৬ উপজেলায় ভোটগ্রহণ শুরু
দ্বিতীয় ধাপে দেশের ১৫৬ উপজেলায় ভোটগ্রহণ শুরু
১০০ লিচু ১০০০ টাকা, তবু দুশ্চিন্তায় এই গ্রামের চাষিরা
১০০ লিচু ১০০০ টাকা, তবু দুশ্চিন্তায় এই গ্রামের চাষিরা
টিভিতে আজকের খেলা (২১ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২১ মে, ২০২৪)
তাইওয়ানকে হুমকি দেওয়া বন্ধ করুন: উইলিয়াম লাই
তাইওয়ানকে হুমকি দেওয়া বন্ধ করুন: উইলিয়াম লাই
সর্বাধিক পঠিত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
প্রধানমন্ত্রীর নির্দেশ, জানালেন ওবায়দুল কাদেরঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে নিহত হলেন যারা
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে নিহত হলেন যারা