কমনওয়েলথ গেমসে বাকীর রৌপ্য

পদক হাতে বাকী। ছবি- ফেসবুক থেকে।কমনওয়েলথ গেমসে সাফল্য পেয়েছে বাংলাদেশ। অন্যান্য ডিসিপ্লিন যেখানে ব্যর্থ হয়েছে, সেখানে বাংলাদেশকে শুটিংয়ে রৌপ্যপদক এনে দিয়েছেন আব্দুল্লাহ হেল বাকী। 

শুটিং ডিসিপ্লিনে গত কয়েক আসর ধরেই বাংলাদেশ সাফল্য পেয়ে আসছে। প্রতিটি আসরে ন্যূনতম একটি পদক থাকছে। এবারো তার ব্যতিক্রম হয়নি। বেলমন্ট শুটিং সেন্টারে ১০ মিটার এয়াররাইফেল ইভেন্টে আব্দুল্লাহ হেল বাকী রৌপ্যপদক জেতেন। দেশের জন্য প্রথম পদকও এর মাধ্যমে এসে গেলো বাংলাদেশের ঘরে। ২০১৪ সালে স্কটল্যান্ড গেমসেও রৌপ্যপদক ছিল এই শুটারের।
এবার অল্পের জন্য বাকীর স্বর্ণপদক জেতা হয়নি। রৌপ্য জিততে তিনি স্কোর করেন ২৪৪.৭। স্বর্ণপদক জেতা অস্ট্রেলিয়ার ডেইন স্যাম্পসন করেছেন ২৪৫.৪ স্কোর। আর ভারতের রবি কুমার ২২৪.১ স্কোর করে ব্রোঞ্জ জিতেন। বাংলাদেশের অন্য শুটার রাব্বি হাসান মুন্না সেরা আটে জায়গা করে নিতে পারেননি।