আশা জাগিয়েও শুটিংয়ে চতুর্থ সুলতানা

কমনওয়েলথ গেমসে উম্মে সুলতানা। কমনওয়েলথ গেমসে অন্যান্য ডিসিপ্লিন যেখানে ব্যর্থ। সেখানে সাফল্যের দেখা পেয়েছে শুটিং।  গতকাল আব্দুল্লাহ হেল বাকী রৌপ্যপদক জেতার পর এবার মেয়েদের বিভাগে অল্পের জন্যে তৃতীয় স্থান হাতছাড়া করেছেন সুলতানা। চতুর্থ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে।

১০ মিটার এয়ার রাইফেলে বাকী পদক জেতায় মেয়েদের সামনে ছিল চ্যালেঞ্জ। একই ইভেন্টে বাংলাদেশের উম্মে সুলতানা ভালোই লড়াই করে যাচ্ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত অল্পের জন্যে তিনের মধ্যে থাকতে পারেননি। সোমবার গোল্ড কোস্টে কমনওয়েলথ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে ২০২.০ স্কোর করে চতুর্থ হয়েছেন লালমনিরহাটের এই শুটার।

এই ইভেন্টে স্বর্ণপদক জেতেন সিঙ্গাপুরের মার্টিনা লিন্ডসে।  তার স্কোর ছিল ২৪৭.২। সাডেন ডেথে ১০.৩ স্কোর করে ভারতের মেহুলি ঘোষকে হারিয়ে দেন। ভারতের মেহুলি ঘোষও সমান স্কোর করেছিলেন। কিন্তু সাডেন ডেথে হেরে গিয়ে রৌপ্যপদক নিয়ে সন্তুষ্ট থাকেন। শেষ শটে ৯.৯ স্কোর করেন এই শুটার। একই দেশের অপুর্বি চান্দেলা জেতেন ব্রোঞ্জ। তার স্কোর ছিল ২২৫.৩।

অবশ্য বাংলাদেশের অন্য শুটার শাকিল আহমেদ হতাশ করেছেন। এসএ গেমস সোনা জয়ী এই শুটার ১০ মিটার এয়ার পিস্তলে ১৫০.১ স্কোর করে ষষ্ঠ হয়েছেন। ভারতের জিতু রায় ২৩৫.১ স্কোর করে স্বর্ণপদক জেতেন।