পরীক্ষা-নিরীক্ষার পক্ষেই ছিলেন ভালভারদে

ভালভারদেদলটা সেল্তা ভিগো বলেই প্রাণভোমরা মেসিকে শুরুর একাদশে রাখেননি বার্সেলোনা কোচ। সামনে কোপা দেল রের ফাইনাল। তাই দলের শক্তি নিয়ে মঙ্গলবার পরীক্ষা-নিরীক্ষা করেছিলেন এরনেস্তো ভালভারদে।

যদিও পুরোপুরি সফল হতে পারেননি। দুইবার পিছিয়ে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে ১০ জনের বার্সা। এমন ড্রয়ের পর মেসিকে সাইড বেঞ্চে বসিয়ে রাখার পক্ষেই কথা বলেছেন কোচ এরনেস্তো ভালভারদে। তার মতে এমন পরীক্ষা করার এটাই ছিল মোক্ষম সময়, ‘প্রতিটি দলেরই তাদের নির্দিষ্ট মুহূর্ত থাকে। শনিবার কোপা দেল রের ফাইনাল। তাই এ কথা মাথায় রেখেই পরিবর্তনের পথে হেঁটে ছিলাম।’

এমন পরিবর্তন আনলে ঝুঁকিটাও থাকে। এই যেমন মেসি প্রথমার্ধে না থাকলেও দ্বিতীয়ার্ধে নেমেছিলেন। যদিও গোলের দেখা পাননি। বার্সেলোনাকে সন্তুষ্ট থাকতে হয়েছে ২-২ গোলে। এমন ঝুঁকির কথা জানা ছিল ভালভারদের, ‘অনেক পরিবর্তন আনলে তাতে ঝুঁকি বেশি থাকে।  আমি এটাও ভেবে রেখেছিলাম পরিবর্তনের এটাই ছিল মোক্ষম সময়। তবে আমি এখনও মনে করি শনিবারের ম্যাচের জন্য দলটি ভালো অবস্থায় আছে। তাই দেখা যাক সমর্থকদের আমরা ট্রফি উপহার দিতে পারি কিনা।’

তিনি আরও যোগ করেন, ‘দলের এমন ফলাফলকে ভালো বলবো না। কারণ আমরা সব সময়ই জিততে চাই। তবে আমাদের যেই রসদ থাকবে তাতে সব কিছু সামাল দিতে হবে।’