শুক্রবার শুরু এসবিএফ কার্নিভাল

আয়োজকদের একাংশ।দেশের ইউরোপিয়ান ক্লাব ফ্যানবেইজের সঙ্গে বাংলাদেশ ফুটবলের দেশীয় সমর্থকদের মিলনমেলা তথা এসবিএফ কার্নিভাল শুরু হচ্ছে শুক্রবার।  ঢাকার ফর্টিজ গ্রাউন্ডে এই কার্নিভাল চলবে ২৯ এপ্রিল পর্যন্ত।

সাবেক তারকা খেলোয়াড় শেখ মো. আসলাম, হাসানুজ্জামান বাবলু ও খন্দকার রকিবুল ইসলাম এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন। ১৬ টি দলকে ৪টি গ্রুপে বিভক্ত করা হয়েছে। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক বসুন্ধরা কিংস ফুটবল ক্লাব।

গ্রুপ-এ-তে আছে আর্সেনাল বাংলাদেশ, এফসি বায়ার্ন মিউনিখ বাংলাদেশ, বসুন্ধরা কিংস ফ্যানস ক্লাব ও স্কাই ব্লু ব্রিগেড ঢাকা আবাহনী। ম্যানচেস্টার সিটি বাংলাদেশ, ম্যানচেস্টার ইউনাইটেড বাংলাদেশ, ফুটবল ম্যানিয়াকস বাংলাদেশ ও ইন্টার মিলান বাংলাদেশ পড়েছে গ্রুপ বি-তে।

গ্রুপ-সি-তে জায়গা হয়েছে ফুটবল ফিয়েস্তা মোহামেডান, বাংলাদেশ ফুটবল ওয়াকিং এরাউন্ড ড্রিমস, পিএসজি ফ্যানস বাংলাদেশ ও চেলসি এফসি বাংলাদেশ।

আর গ্রুপ ডি-তে এফসি বার্সেলোনা বাংলাদেশ, ফুটবল ফ্রিক, রিয়াল মাদ্রিদ বাংলাদেশ ও ফুটবল ফ্যানস বাংলাদেশের অবস্থান।