এগিয়ে আনা হলো আইপিএল প্লেঅফ-ফাইনালের সময়

প্লে-অফ, ফাইনালের সময় পাল্টালোএক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে আইপিএল প্লে অফ ও ফাইনালের সময়। সাধারণত বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হতো আইপিএল। পরিবর্তিত সময় অনুসারে ম্যাচগুলো শুরু হবে সাড়ে ৭টায়।

অবশ্য এই সময় পাল্টানো নিয়ে বিভেদ তৈরি হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডে। এ সময় পাল্টানো নিয়ে আপত্তি জানান বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অনিরুদ্ধ চৌধুরী। পরিচালকবৃন্দদের প্রধান বিনোদ রায়কে পাঠানো এক ইমেইলে তিনি জানান, আইপিএল গভর্নিং কাউন্সিলের সব সদস্যকে না জানিয়েই এমন সিদ্ধান্ত নিয়েছেন আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা। আর এমন সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন অনিরুদ্ধ। তিনি প্রশ্ন তোলেন আইপিএল শুরুর আগে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো না।

অবশ্য সাড়ে ৮টায় খেলা শুরুর কারণে বেশিরভাগ খেলাই গিয়ে শেষ হচ্ছে রাত ১২টার কাছাকাছি সময়ে। সেই ভাবনা থেকেই এর সময় আগানোর প্রস্তাব করেন আইপিএলের প্রধান অপারেটিং অফিসার হেমাং আমিন।

আইপিএল প্লে অফ শুরু হবে ২২ মে। মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে প্রথম কোয়ালিফায়ার। ২৩ মে এলিমিনেটর, ফাইনাল হবে ২৭ মে।