ইনিয়েস্তার নতুন ঠিকানা জাপানের ভিসেল কোবে

আন্দ্রেস ইনিয়েস্তা। ছবি-রয়টার্স।বার্সেলোনা ছাড়ার পর আন্দ্রেস ইনিয়েস্তার ঠিকানা নিয়ে চলছিল নানা গুঞ্জন। চীন নাকি জাপান; এভাবেই সম্ভাব্য ঠিকানা বানিয়ে সংবাদ পরিবেশন করছিল আন্তর্জাতিক গণমাধ্যম। অবশেষে ইনিয়েস্তা মুখ খুলে জানিয়ে দিয়েছেন নিশ্চিত ঠিকানা। জাপানের জে লিগ ক্লাব ভিসেল কোবেতে যাচ্ছেন স্প্যানিশ মিডফিল্ডার।

অথচ শুরুতে এই কোবেকেই সম্ভাব্য দল হিসেবে বলা হচ্ছিল। যদিও নিশ্চয়তা পাওয়া যাচ্ছিল না কোথাও। মাঝ মাঠের এই শিল্পী সোশ্যাল মিডিয়াতে ঘোষণা দিয়েছেন নতুন ঠিকানার। ভিসেল কোবের মালিক হিরোশি মিকিতানির সঙ্গে নিজের একটি ছবি বুধবার পোস্ট দিয়েছেন। ইন্সটাগ্রামে এই ছবি পোস্ট দিয়ে তিনি লিখেছেন, ‘আমার নতুন ঠিকানার পথে। সঙ্গে বন্ধু হিরোশি মিকিতানি।’

ইন্সটাগ্রামে ইনিয়েস্তার ছবিমিকিতানি বার্সেলোনারই প্রধান স্পন্সর রাকুতেনের প্রধান নির্বাহী। যার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ইনিয়েস্তার। সেই সূত্রেই জাপানে তাঁবু গাড়লেন ইনিয়েস্তা।

যেই ইনিয়েস্তাকে নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়েছে বার্সেলোনা এবার সেই তারকাকে নিজেদের ডেরায় পাচ্ছে ভিসেল কোবে। যাদের জে লিগে নেই কোনও শিরোপা! বর্তমানে সপ্তম স্থানে রয়েছে জাপানি এই ক্লাব।রয়টার্স।