ধনঞ্জয়ের বাবাকে হত্যা, যাওয়া হচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ

চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি হাঁকান ধনঞ্জয়

বছরের শুরুতে চট্টগ্রাম টেস্টে নিজেকে আলাদাভাবে মেলে ধরেছিলেন শ্রীলঙ্কান ব্যাটসম্যান ধনঞ্জয় ডি সিলভা। কুসল মেন্ডিসের সঙ্গে জুটিবদ্ধ হয়ে খেলেছিলেন অসাধারণ এক ইনিংস। তাতে লঙ্কানরা চড়েছিল ৭১৩ রানের চূড়ায়। সেই ধনঞ্জয় ওয়েস্ট ইন্ডিজ সফরের আগের দিন শুনলনে মর্মান্তিক এক সংবাদ। ধনঞ্জয়ের বাবাকে গুলি হত্যা করা হয়েছে শ্রীলঙ্কায়। এমন অবস্থায় সফর থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেটার।    

ওয়েস্ট ইন্ডিজ সফরে শুক্রবার দলের সঙ্গে দেশ ছাড়ার কথা ছিল ধনঞ্জয়ের। অথচ এক দিন আগে বৃহস্পতিবার রাতে ঘটে যায় মর্মান্তিক এই ঘটনা। কলম্বোর দক্ষিণে রাথমালানায় রাত সাড়ে ৮টায় বন্দুকধারীর গুলিতে নিহত হন ধনঞ্জয়ের বাবা রঞ্জন।

পারিবারিকভাবে রাজনৈতিক পরিবেশে বড় হয়েছেন ধনঞ্জয়। তার বাবা ছিলেন নগর কর্তৃপক্ষের নির্বাচিত কাউন্সিলর। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে জয় পেয়েছিলেন। অথচ এর মাঝে দুর্বৃত্তদের গুলিতে নিহত হলেন।

এমন নৃশংস ঘটনা শ্রীলঙ্কা দলের সফরের ওপর কোনও প্রভাব ফেলছে না। তবে ভেতকার কিছু পরিবর্তন হয়তো হতে পারে। শ্রীলঙ্কা দল যথাসময়েই দেশ ছেড়ে যাচ্ছে। এমন ঘটনার পর ধনঞ্জয়কে হাসপাতালে সমবেদনা জানিয়েছেন দলীয় সতীর্থরা। 
ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে শ্রীলঙ্কা। সিরিজ শুরু হবে ৬ জুন।