ফ্রেঞ্চ ওপেনে অঘটনের শিকার জোকোভিচ

 

ম্যাচ শেষে চেখিনাতোর সঙ্গে জোকোভিচফ্রেঞ্চ ওপেনে চোট কাটিয়ে ছন্দে ফেরার লড়াইয়ে ছিলেন নোভাক জোকোভিচ। অথচ তাকে চমকে দিয়ে ইতিহাসে নাম লিখিয়েছেন ইতালির মার্কো চেখিনাতো। সেমিফাইনালের টিকিট কেটেছেন সার্বিয়ান জোকোভিচকে হারিয়ে।

কোয়ার্টার ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে জোকোভিচের। যদিও শেষ রক্ষা হয়নি। হেরে গেছেন ৬-৩, ৭-৬ (৭-৪), ১-৬, ৭-৬ (১৩-১১) গেমে।

চেখিনাতো এর আগে গ্র্যান্ড স্লামের কোনও টুর্নামেন্টের মূল পর্বে জিততে পারেননি। একই সঙ্গে ১৯৭৮ সালের পর ইতালির কোনও তারকা গ্র্যান্ড স্লাম সেমিতে পৌঁছালো।

শুক্রবার শেষ চারে ডিমিনিক থিয়েমের মুখোমুখি হবেন চেখিনাতো। তার মানে ফাইনালে একজন নবীন কাউকে পাচ্ছে ফ্রেঞ্চ ওপেন। যিনি প্রথমবারই গ্র্যান্ডস্ল্যাম ফাইনালে খেলতে যাবেন।

অপর দিকে মেয়েদের এককে শেষ চারে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের স্লোয়ান স্টিফেন্স। দারিয়া কাসাতকিনাকে হারিয়ে সেমির টিকিট কেটেছেন তিনি। শেষ চারে তার প্রতিপক্ষ স্বদেশী ম্যাডিসন কিস।