টেন্টব্রিজে জিততে কোহলিদের প্রয়োজন এক উইকেট

বুমরাহতেই কাবু ইংল্যান্ড। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টে হারের পর আত্মবিশ্বাস তলানীতে নেমে গিয়েছিল ভারতের। সমালোচনার বাণে বিদ্ধ বিরাট কোহলির দল তৃতীয় টেস্ট খেলতে নেমেছিল আহত এক বাঘ হয়ে। টেন্টব্রিজে ৫২১ রানের প্রায় অসম্ভব লক্ষ্য ছুঁড়ে দিয়ে জয়ের সুবাস পেতে শুরু করেছে সফরকারীরা। চতুর্থ দিনেই ইংলিশরা ৩১১ রান তুলতে হারিয়েছে ৯ উইকেট! ভারতের জয় পেতে শেষ দিনে প্রয়োজন একটি মাত্র উইকেট।

সিরিজ বাঁচাতে এই টেস্ট জয়ের বিকল্প ছিল না ভারতের। সেই জয় পেতে চতুর্থ দিন সকালেই ইংলিশদের ভিত কাঁপিয়ে দেন ইশান্ত শর্মা। ফেরান অ্যালিস্টার কুক ও কিটন জেনিংসকে। ৩২ রানে দুজন ফিরলে পোপ আর জো রুট মিলে যোগ করেন ৩০ রান। প্রতিরোধ গড়া এই জুটি ভেঙে দেন জাসপ্রিত বুমরাহ। রুটকে ফেরান বুমরাহ আর পোপকে মোহাম্মদ শামি।

৬২ রানে ৪ উইকেট পরে যাওয়ায় ইংলিশদের ইনিংসে হাল ধরেন জশ বাটলার ও বেন স্টোকস। এই জুটিতেই ২০০ ছাড়ায় ইংল্যান্ড। বাটলার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পান। ১৭৬ বলে ১০৬ রান করে ত্রাস ছড়ানো এই ব্যাটসম্যানকে ফেরান বুমরাহ। চোটে পড়া বেয়ারস্টো নেমেছিলেন, রানের খাতা খোলবার আগে তাকে বিদায় দেন বুমরাহ।

অপর প্রান্ত আগলে ছিলেন স্টোকস। হাফসেঞ্চুরি তুলে নিলে বেশিক্ষণ স্থায়ী হননি। থিতু হওয়া ব্যাটসম্যানকে হারিয়ে ধরা দিতে হয়েছে তাকেও। শেষ আশা ভরসার প্রতীক হয়ে ওঠা স্টোকসকে ৬২ রানে তালুবন্দি করান হার্দিক পান্ডিয়া। এর আগে বুমরাহ ক্রিস ওকসকে বিদায় করে লেজের দিক প্রায় ছেঁটে ফেলবার প্রস্তুতি নিয়ে ফেলেন।

কিন্তু শেষ দিকে স্টুয়ার্ট ব্রড জুটি গড়লে অপেক্ষার প্রহর আরও বেড়েছে সফরকারীদের। তবে শেষ বেলায় তাকে ২০ রানে থামিয়ে স্বস্তি ফিরিয়েছেন বুমরাহই। আদিল রশিদ ৩০ রানে ব্যাট করছেন। সঙ্গে ৮ রানে ব্যাট করছেন জেমস অ্যান্ডারসন।

ইংলিশদের ব্যাটিংয়ে কাঁপন ধরানো বুমরাহ ৮৫ রানে নিয়েছেন ৫ উইকেট। দুটি নিয়েছেন ইশান্ত শর্মা।