লিঙ্গ বৈষম্যের শিকার সেরেনা!

আম্পায়ারের দিকে এভাবেই তেড়ে আসেন সেরেনা উইলিয়ামসইউএস ওপেনে সেরেনা উইলিয়ামসের বিক্ষুব্ধ আচরণ নিয়ে চর্চা সবখানে। ফাইনালে বিধি ভঙ্গ করার অভিযোগ আনলে মেজাজ আর নিয়্ন্ত্রণে আনতে পারেননি। পুরো ম্যাচ জুড়ে ছিল আম্পায়ারের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়। সেরেনা অবশ্য রেফারির এমন সিদ্ধান্ত গ্রহণকে দেখছেন ‘লিঙ্গ বৈষম্য’ হিসেবে।

বিধি ভঙ্গ করায় পয়েন্ট কর্তন এমনকি গেম কর্তনের মুখে পড়েছেন সেরেনা। তখন আম্পায়ারকে সেরেনা বলেই বসেন, ‘মিথ্যুক’ আর ‘চোর।’ ম্যাচ শেষে আম্পায়ারের এমন রূদ্রমূর্তিকে লিঙ্গ বৈষম্য হিসেবে আখ্যা দিয়েছেন সেরেনা, ‘কোনও পুরুষের বেলায় শাস্তি হিসেবে সে কখনও গেম কেড়ে নেয়নি। পুরুষদের বেলাতেও অনেক কথা আম্পায়ারকে বলতে দেখেছি। কিন্তু এমনটি করতে দেখিনি।’

তাই বলে বৈষম্যটাকে কখনও মেনে নেবেন না যুক্তরাষ্ট্রের সাবেক এক নম্বর তারকা। এভাবেই লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিলেন, ‘আমি এখানে মেয়েদের অধিকার আদায়ে লড়াই করছি। মেয়েদের সমতা ও আরও কিছু বিষয়ে আমার এই লড়াই।’