হতাশার মাঝেও আশার আলো দেখছেন মাশরাফি

মাশরাফি বিন মুর্তজাগ্রুপ পর্বে আফগানিস্তানের কাছে ১৩৬ রানের বিশাল হারে হতাশা গ্রাস করেছে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। র‌্যাংকিংয়ের নিচু সারির দলের বিপক্ষে এভাবে হার মেনে নিতে পারছেন না। তাই সুপার ফোরে রশিদ-নবীদের আর সুযোগ দিতে চান না। আগামী ২৩ সেপ্টেম্বর আবুধাবির একই ভেন্যুতে আফগানদের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এমন হতাশার মাঝেও ওই ম্যাচকে ঘিরে আশার আলো দেখছেন বাংলাদেশ অধিনায়ক।  

বৃহস্পতিবার ম্যাচ শেষে বাংলাদেশের করণীয় ঠিক করেছেন অধিনায়ক, ‘ওদের স্পিনারদের ভয় পেয়ে লাভ নেই। কয়েকদিন পর (২৩ সেপ্টেম্বর) ওদের সঙ্গে আবারো খেলতে হবে। একদিক দিয়ে ভালো হয়েছে আমাদের ব্যাটসম্যানরা বুঝতে পারবে কীভাবে ওদের খেলতে হবে। আশা করি পরের ম্যাচে আমরা এই ভুলগুলো শুধরাতে পারবো। আমাদের এই ম্যাচ থেকে শিখতে হবে। পরের ম্যাচে আফগান স্পিনারদের আমরা সুযোগ দিতে চাই না।’

আফগানদের বিপক্ষে গুরুত্বহীন ম্যাচ বলেই কি ফোকাস কম ছিল? এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেছেন, ‘আমার কাছে মনে হয় না ফোকাস আমাদের কম ছিল।  আফগানিস্তান ইনিংসের ৪০ ওভার পর্যন্ত আমরা ঠিকমতোই ছিলাম। তারপর ওরা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে। তবে বোলিং বিভাগে আমাদের আরও কিছু করার ছিলো।  আমাদের ব্যাটিং বিভাগ যেভাবে ভেঙে পড়েছে, সেটা আশা করিনি। ’

জুনিয়রদের পারফরম্যান্স নিয়ে হতাশা দীর্ঘদিনের। আফগানদের বিপক্ষে সেই হতাশা আরও একবার বাড়ালো জুনিয়র ব্যাটসম্যানরা। মোসাদ্দেক ছাড়া কেউই আস্থার প্রতিদান দিতে পারেননি। তরুণদের এমন পারফরম্যান্স নিয়ে ভীত কিনা এমন প্রশ্নের জবাবে মাশরাফির জবাব, ‘ওদের বোলিং সামলানো একটু কঠিন ছিল।  ২৫০ যাওয়ার পরে ব্যাটসম্যানদের মধ্যে বাড়তি চাপ তৈরি হয়েছে। মুমিনুল অনেক দিন পর খেলতে নেমেছে। শান্তর আজকে অভিষেক হলো। একটু চাপতো ছিলই। তবে আমরা যদি শেষ ১০ ওভারে ভালো বোলিং করতে পারতাম। তাহলে সমস্যা হতো না।’