লিস্ট ‘এ’ ক্রিকেটের রেকর্ড ভাঙলেন ভারতীয় স্পিনার

শাবাজ নাদিম।ভারতের এশিয়া কাপ প্রস্তুতিতে সহায়তা করতে সংযুক্ত আরব আমিরাতে উড়ে গিয়েছিলেন শাহবাজ নাদিম। এক সপ্তাহ আগে তাকে কেনও পাঠানো হয়েছিল এর প্রমাণটা পাওয়া গেলো ভারতের মাটিতে। বিজয় হাজারে ট্রফিতে লিস্ট ‘এ’ ক্রিকেটের সর্বকালের রেকর্ড ভেঙে ফেলেছেন বামহাতি এই স্পিনার। ঝাড়খণ্ডের হয়ে রাজস্থানের বিপক্ষে ১০ রানে নিয়েছেন ৮ উইকেট! তার বোলিং ফিগারও ছিলো বিস্ময় জাগানিয়া- ১০-৪-১০-৮।

তার আগে সেরা বোলিং ফিগারটি ছিলো রাহুল সাংভির- ১৫ রানে ৮ উইকেট। ১৯৯৭-৯৮ মৌসুমে তিনি হিমাচলের বিপক্ষে রেকর্ডটি গড়েন দিল্লির হয়ে।

শাহবাজের দুর্দান্ত বোলিংয়ে ২৮.৩ ওভারে রাজস্থান গুটিয়ে যায় ৭৩ রানে। এমন দাপুটে বোলিংয়ের পর জয় পেতে খুব বেশি সময় নেয়নি তার দল। ৩ উইকেট হারিয়ে ঝাড়খণ্ড জয়ের বন্দরে পৌঁছে যায় ১৪.৩ ওভারেই।

লিস্ট ‘এ’ বোলিংয়ের সেরা ফিগার

শাহবাজ নাদিম    ৮-১০      ঝাড়খণ্ড বনাম রাজস্থান (২০১৮-১৯)

রাহুল সাংভি        ৮-১৫      দিল্লি বনাম হিমাচল প্রদেশ (১৯৯৭-৯৮)

চামিন্দা ভাস        ৮-১৯      শ্রীলঙ্কা বনাম জিম্বাবুয়ে (২০০১-০২)