টোকিওতে ওসাকাকে হারিয়ে শিরোপা প্লিসকোভার

ওসাকাকে হারিয়ে শিরোপা প্লিসকোভার।

নাটকীয়ভাবে এবারের ইউএস ওপেন জিতলেও প্যান প্যাসিফিক ওপেনে এসে আর পেরে উঠলেন না নাওমি ওসাকা। ফাইনালে সরাসরি সেটে হেরে গেছেন ক্যারোলিনা প্লিসকোভার কাছে।

টোকিওতে ঘরের কোর্ট বলেই ওসাকার কাছে প্রত্যাশার মাত্রাটা ছিলো বেশি। তাই হোম ফ্যানদের মন ভরিয়ে দিতে চেয়েছিলেন। উল্টো তাকেই তিক্ততায় ভরা অভিজ্ঞতার সামনে দাঁড় করিয়ে দিয়েছেন চেক প্লিসকোভা। শিরোপা লড়াইয়ে হেরে গেছেন ৬-৪, ৬-৪ গেমে।

এমন হারের পর ক্লান্তিকে অবশ্য দায়ী করলেন ওসাকা। ম্যাচের পর ২০ বছর বয়সী ওসাকার ভাষ্য, ‘আর্থিক অর্থে জীবনে এর চেয়ে বেশি ক্লান্তবোধ করিনি।’ তাই এরপর খানিকটা সময় বিশ্রামে কাটাতে চাইছেন ওসাকা।

প্লিসকোভা এই জয়ের পর ওসাকার টানা ১০ ম্যাচ জয়ের ইতি টেনে দিয়েছেন। সাবেক এক নম্বর প্লিসকোভা ম্যাচ জিততে সময় নিয়েছেন মাত্র ৬৩ মিনিট।