‘হৃদয়ের পুরোটা দিয়েছি বলেই শেষ পর্যন্ত লড়াই করেছি’



মাশরাফিআরেকটি ফা্ইনালে বেদনার সাক্ষী হয়ে রইলো মাশরাফি ও তার দল। ভারতের কাছে ৩ উইকেটে হারের পর উপস্থাপকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে মাশরাফি বিন মুর্তজা জানালেন হৃদয়ের পুরোটা নিংড়েই ফাইনালে খেলতে নেমেছিল তার দল। ম্যাচের পর তিনি জানান, ‘হৃদয়ের পুরোটা দিয়েই খেলেছিলাম। তাই শেষ বল পর্যন্ত লড়াই করেছি।’

বোলারদের প্রশংসা করে মাশরাফি বলেন, ‘আগের ম্যাচগুলোতে ২৪০ প্লাস করে জিতলেও এই ম্যাচে ২২২ রান করে বোলাররা ভারতকে ভুগিয়েছে। আর ব্যাটসম্যানদের কাছেও চাওয়া ছিলো স্কোরটা যেন ২৬০ হয়। তবে ছেলেরা এক কথায় ভালো বল করেছে।’

এর পরেও ব্যাটিং ও বোলিংয়ে ভুল চোখে পড়েছে মাশরাফির। তার মতে, ‘আসলে ব্যাটিংয়ে কিছু ভুল ছিলো। বোলিংয়েও আমাদের কিছু ভুল ছিলো।’

শেষ ওভারে একবার সৌম্যকে আনতে চেয়েছিলেন মাশরাফি। কিন্ত মত পাল্টে পুনরায় আনেন মাহমুদ উল্লাহকে। কিন্তু শেষ ওভারে কেন মোস্তাফিজকে আনলেন না? এর জবাবে মাশরাফি বলেন, ‘আসলে ওই সময় ওরা খুব রান করছিলো। তাই কোনও স্পিনারকে এনে ৪৯তম ওভারে সুযোগ দিতে চাইনি। ওই সময় মোস্তাফিজকে ব্যবহার করেছি। তাই শেষ ওভারে মাহমুদউল্লাহ আর সৌম্যকেই ব্যবহার করার কথা ভাবি।’