হ্যাশট্যাগ মিটু বিতর্কে আইসিসি সভায় নিষিদ্ধ বিসিসিআই সিইও?

রাহুল জোহরি।ভারতে হ্যাশট্যাগ মিটু আন্দোলনের ঝাঁজটা পাওয়া যাচ্ছে প্রকটভাবেই। বলিউডের পর এবার ভারতীয় ক্রিকেট প্রশাসনও জর্জরিত যৌন নির্যাতন বিতর্কে। তেমনই বিতর্কে জড়িয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বর্তমান সিইও রাহুল জোহরি। চলমান বিতর্কের কারণে আইসিসির আসন্ন প্রধান নির্বাহীদের সভায় তার ওপর অঘোষিত নিষেধাজ্ঞা জারি করেছে বোর্ডের বর্তমান প্রশাসকরা।     

ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহীর বিরুদ্ধে অভিযোগটা নতুন হলেও ঘটনা অবশ্য পুরনো। বিসিসিআইতে নিয়োগ পাওয়ার আগে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজ করতেন রাহুল জোহরি। তখনকার এক নারী সহ কর্মীর বিরুদ্ধে তার যৌন নির্যাতনের অভিযোগটা উঠেছে টুইটারে। যা হয়েছে অপ্রকাশিত মাধ্যম থেকে।

বিতর্কে তার নাম চলে আসবার পর তার কাছে এর ব্যাখ্যা চেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যদিও তার কাজ কর্মের ওপর এর প্রভাব পড়বে কিনা এর কোনও ব্যাখ্যা দেয়নি বিসিসিআই। এমন অবস্থায় বেশ ব্রিবতবোধ করছে বিসিসিআই। এমন অভিযোগের পর ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রশাসকদের কাছ থেকে আইসিসিতে তার অংশগ্রহণ নিয়ে বিরুদ্ধ মত উঠেছে। তার জায়গায় সেখানে যাবেন বিসিসিআই সাধারণ সচিব অমিতাভ চৌধুরী। সিঙ্গাপুরে আইসিসির সভা অনুষ্ঠিত হবে ১৭ ও ১৮ অক্টোবর।-ক্রিকইনফো।