অভিযোগের জবাব দিতে হবে মরিনহোকে

ক্যামারাকে সামনে পেয়ে অশালীন মন্তব্য করেন হোসে মরিনহো।এমন কিছু যে হবে তার আভাসটা আগেই পাওয়া গিয়েছিলো। ইংলিশ প্রিমিয়ার লিগে অশালীন ভাষা প্রয়োগ করার অভিযোগ আনা হয়েছে হোসে মরিনহোর বিরুদ্ধে। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) লিপ রিডিং করে তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পেয়েছে।

প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিবর্ণ দশায় মরিনহোর চাকরি যাওয়ার গুঞ্জনটা রয়েই গেছে। এর মাঝে গত ৬ অক্টোবর ম্যানইউর নাটকীয় জয়ের দিনে কাণ্ড করে বসেন স্বঘোষিত স্পেশাল ওয়ান। নিউক্যাসলের বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে সেদিন তারা জিতে যায় ৩-২ গোলে।

টানা হারে উত্তপ্ত মেজাজে ছিলেন আগে থেকেই। ম্যাচ শেষে টানেলের দিকে যাওয়ার সময় টিভি ক্যামেরা সামনে পেয়ে নিজেকে আর সামলাতে পারেননি। জমে থাকা ক্ষোভ উগড়ে দেন অশালীন ভাষায়। সোশ্যাল মিডিয়ার বদৌলতে সেই ভাষার তর্জমাও ঘুরে বেরাতে থাকে। পর্তুগিজ ভাষায় যার মানেটা ছিলো শ্রবণঅযোগ্য!

এরপর অভিযোগের সত্যতা খুঁজে পায় এফএ। তারা জানায় মরিনহোর মন্তব্য ছিলো অশালীন। অভিযোগের জবাব দিতে মরিনহোকে সময় বেঁধে দেওয়া হয়েছে শুক্রবার পর্যন্ত। -বিবিসি।