প্রতিভা অন্বেষণ থেকে চূড়ান্ত ১০ আর্চার

নির্বাচিত হয়েছেন ১০জন।আর্চারি প্রতিভা অন্বেষণ কর্মসূচি থেকে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন ১০ জন। ‘তীর গো ফর গোল্ড’ প্রকল্পের অধীনে তাদেরকে এখন ২০২০ অলিম্পিকের লক্ষ্যে দীর্ঘ মেয়াদে প্রশিক্ষণ দেওয়া হবে।

গত জুলাই মাসে পর্যায়ক্রমে ১২ টি জেলা থেকে প্রাথমিকভাবে ২ হাজার ৫৫৫ জন আরর্চারকে বাছাই করা হয়েছিল। শেষপর্যন্ত তাদের মধ্যে ১০ জন নির্বাচিত হয়েছেন। এরমধ্যে একজন মেয়ে আর্চারও রয়েছেন। জার্মান কোচ ফ্রেডরিক মার্টিন তাদের ঘিরে বেশ আশাবাদী, ‘নতুন আর্চারদের সময় দিতে হবে। তাদের অভিজ্ঞ করে তুলতে হলে আন্তর্জাতিক পর্যায়ে অংশ নেওয়া ছাড়া বিকল্প নেই। তাদের মধ্যে মেধা আছে। এখন সবাই মিলে তাদের প্রকৃত আর্চার হিসেবে গড়ে তোলার সুযোগ করে দিতে হবে।’

প্রতিভা  অন্বেষণ কর্মসূচির শেষ ধাপে এসে নতুনদের হাতে সার্টিফিকেটও তুলে দেওয়া হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিওএ মহাসচিব শাহেদ রেজা। এসময় সিটি গ্রুপের নির্বাহী পরিচালক শোয়েব মো. আসাদুজ্জামান, আর্চারি ফেডারেশনের সভাপতি লে.জেনারেল (অব:) মো. মইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দীন আহমেদ চপল।