প্রধানমন্ত্রীর সংবর্ধনায় উচ্ছ্বসিত মেহেদী-মিতুলরা

অনূর্ধ্ব-১৫ দলের খেলোয়াড়দের হাতে আর্থিক পুরস্কারের চেক তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী। ছবি-ফোকাস বাংলা। গত শনিবার সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। নেপালের আনফা কমপ্লেক্সে ফাইনালে পাকিস্তানকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নতুন এই প্রজন্ম। এই কীর্তি গড়া দলকে বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন সংবর্ধনা পেয়ে বেশ উচ্ছ্বসিত আগুয়ান এই প্রজন্মের প্রতিনিধি মেহেদী-মিতুলরা।

খেলাধুলার প্রতি প্রধানমন্ত্রীর ভালোবাসার কথা সবারই জানা। সুযোগ পেলেই মাঠে গিয়ে খেলা দেখেন। নিয়মিত খোঁজ-খবর নিয়ে থাকেন। খেলোয়াড়দের ডেকে সংবর্ধনার পাশাপাশি আর্থিক পুরস্কারও দিয়ে থাকেন। আজ সন্ধ্যায় সাফ জয়ী সদস্যরা সংবর্ধনার পাশাপাশি চার লক্ষ টাকা করে পুরস্কারও পেয়েছেন। কোচ ও কর্মকর্তারা পেয়েছেন দুলক্ষ টাকা করে পুরস্কার।

গণভবনে পুরো দল। ছবি-ফোকাস বাংলা।বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের কোচ মোস্তফা আনোয়ার পারভেজ এমন সংবর্ধনা পেয়ে খুব আনন্দিত, ‘খুব ভালো অনুষ্ঠান হয়েছে। প্রধানমন্ত্রী আমাদের উৎসাহিত করলেন। আরো সামনের দিকে এগিয়ে যেতে বললেন। বলেছেন আমাদের দ্বারা সম্ভব। ছেলেরা পেরেছে বলে তিনি বেশ খুশি। ছেলেদের নিয়ে ছবিও তুলেছেন।’

এমন সংবর্ধনা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন দলটির অধিনায়ক মেহেদী হাসান, ‘ভালো লেগেছে অনেক। লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন হওয়ার। আমাদের স্যাররা বলেছিলেন, চ্যাম্পিয়ন হতে পারলে প্রধানমন্ত্রী আমাদের সংবর্ধনা দেবে। এখন তা পেয়ে বেশ ভালো লাগছে। প্রধানমন্ত্রী আমাদের অনেক উৎসাহ দিয়েছেন। বলেছেন আরো ভালো খেলতে হবে, প্রশিক্ষণে থাকতে হবে।’