ব্যাটিংয়ে বাংলাদেশ, মিঠুন-খালেদের অভিষেক

টস, ফাইল ছবি।সিলেটে প্রথম টেস্টে টস জেতা হয়নি বাংলাদেশের। ঢাকায় দ্বিতীয় টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আজকে অভিষেক হচ্ছে টপ অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন ও সিলেটের ছেলে পেসার খালেদ আহমেদের। 

গত সপ্তাহেই এই ‘দুর্বল’ জিম্বাবুয়ের বিপক্ষে আত্মসমর্পণ করেছে অসহায়ের মতো। সেই লজ্জা মুছে ফেলতে মিরপুরে দ্বিতীয় ও শেষ টেস্টে জিততেই হবে। আধ ঘণ্টা এগিয়ে রবিবার খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়। মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি।

এই টেস্টে আগের ম্যাচের চেয়ে তিনটি পরিবর্তন এনেছে স্বাগতিকরা। মিঠুন ও খালেদের সঙ্গে এসেছেন মোস্তাফিজুর রহমান। বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ রাহী ও নাজমুল ইসলাম অপু। আগের ম্যাচে এক পেসারের একাদশ থাকায় সমালোচনা হয়েছে বেশ, এবার একাদশে রাখা হয়েছেন দুজন। অভিষেক হবে ডানহাতি খালেদ আহমেদের। এছাড়া রয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। 

বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম, আরিফুল হক, মেহেদী হাসান, তাইজুল ইসলাম ও খালেদ আহমেদ।

জিম্বাবুয়ে একাদশ: হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), ব্রায়ান চারি, ব্রেন্ডন টেলর, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, পিজে মুর, রেগিস চাকাভা, ব্রেন্ডন মাভুতা, ডোনাল্ড তিরিপানো, কাইল জার্ভিস ও টেন্ডাই চাতারা।