বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে তৃতীয় দিনের খেলা শুরু

A13T1373ঢাকায় দ্বিতীয় টেস্টে বাংলাদেশের বিপক্ষে তৃতীয় দিনের খেলা শুরু করেছে জিম্বাবুয়ে। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে সতর্ক শুরু করেছেন ব্রায়ান চারি ও ডোনাল্ড তিরিপানো। প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ১ উইকেটে ২৯ রান।

শুরুতে সকালে টানা তিনটি মেডেন দেন মোস্তাফিজুর রহমান ও খালেদ আহমেদ। তবে খলিলের একটি শর্ট বলে আচমকা হেলমেটে আঘাত প্রাপ্ত হন ব্রায়ান চারি। তাতে ক্ষতিকারক কিছু হয়নি। এরপর ২৪তম ওভারে মোস্তাফিজুর রহমানের বলে আউট সাইড এজ হয়ে ক্যাচের সুযোগ তৈরি করেছিলেন চারি। কিন্তু স্লিপ অতিক্রম করে বল চলে যায় সীমানার বাইরে।

আগের দিন মুশফিকুর রহিমের রেকর্ডময় ডাবল সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৭ উইকেটে ৫২২ রানে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ।