বেলজিয়ামকে উড়িয়ে সেমিতে সুইজারল্যান্ড

সুইসদের আক্রমণের মুহূর্তবিশ্বকাপ সেমিফাইনালিস্ট বেলজিয়ামকে উড়িয়ে দিয়ে নেশন্স লিগের সেমিফাইনালে পৌঁছেছে সুইজারল্যান্ড। হারিস সেফরোভিচের হ্যাটট্রিকে বেলজিয়ামকে ৫-২ গোলে হারিয়েছে সুইসরা।

সুইসরা এমনই এক দলের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেয়েছে যারা ২০১৬ সালের ইউরোর পর প্রতিযোগিতামূলক ম্যাচে হেরেছে মাত্র একটি ম্যাচ! তাই ম্যাচের শুরুতে সুইজারল্যান্ডকে ভয় পাইয়ে দিয়েছিলো ক্ষিপ্র আক্রমণে। শুরুর ১৭ মিনিটে জোড়া গোল করেন বেলজিয়াম ফরোয়ার্ড থোরগান হ্যাজার্ড।  তাদের দ্রুত গতির এই অগ্রগামিতা অবশ্য ধরে রাখা যায়নি সুইসদের পাল্টা আক্রমণে।

কয়েকদিন আগে ঘরের মাঠে কাতারের কাছে প্রীতি ম্যাচে হেরে যাওয়া সুইসরা ২৬ মিনিটে পেনাল্টি থেকে স্কোর ২-১ করে। স্পট কিক থেকে গোলটি করেন রোদ্রিগেস। তার ব্যবধান কমানো থেকে এগিয়ে যাওয়ার বাকি রসদ টুকু এনে দেন সেফেরোভিচ। এই অর্ধের ৩১ ও ৪৪ মিনিটে করেন দুটি গোল। 

বিরতির পর আক্রমণে আরও ধার বাড়ায় সুইজারল্যান্ড। তাতে ৬২ মিনিটে নিকো এলভেডির গোলে স্কোর হয় ৪-২। শেষ দিকে ৮৪ মিনিটে হ্যাটট্রিক গোলটি করে বেলজিয়ামের কফিনে শেষ পেরেক ঠুকেন সেফেরোভিচ। 

এমন জয়ের পর ‘এ’ লিগের গ্রুপ ২ থেকে বেলজিয়ামের সমান পয়েন্ট অর্জন করে সুইজারল্যান্ড। শীর্ষে থাকা দুই দলের সংগ্রহ ৯ পয়েন্ট করে। কিন্তু দুই দলের মুখোমুখি লড়াইয়ে সুইজারল্যান্ডের গোল ব্যবধান বেশি। ব্রাসেলসে বেলজিয়াম জয় পেয়েছিলো ২-১ ব্যবধানে। তাই শেষ চারের নিশ্চিত করেছে সুইসরাই।