যৌথভাবে বিশ্বকাপ আয়োজনে আগ্রহী স্পেন

r376184_1296x729_16-9২০৩০ বিশ্বকাপ এখনও অবস্থান করছে দূর দিগন্তে। যদিও তার আয়োজক বাছাই করে রাখতে প্রয়োজন পূর্ব প্রস্তুতি। এমন ভাবনায় প্রতিবেশী মরক্কো ও পর্তুগালকে সঙ্গে নিয়ে যৌথভাবে টুর্নামেন্ট আয়োজন করতে আগ্রহী স্পেন।

এমন আগ্রহের কথা জানিয়েছেন স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস। মরক্কোর রাজধানী রাবাত সফরকালে তিনি এ নিয়ে কথা বলেছেন মরক্কো প্রধানমন্ত্রী আল ওথমানি ও রাজা মোহাম্মদের সঙ্গে। উদ্যোগী হয়ে স্পেনই এমন প্রস্তাবের কথা তাদের কাছে তুলে ধরেছে বলে জানান সানচেস, ‘আমি মরক্কো সরকারের সঙ্গে এই যৌথ আয়োজনের প্রস্তাবটি রেখেছি। যাতে করে ২০৩০ বিশ্বকাপ আয়োজক হতে পারে স্পেন, পর্তুগাল ও মরক্কো। আমরা এনিয়ে কাজ করবো।’  

স্পেন এর আগেও পর্তুগালের সঙ্গে যৌথভাবে ২০১৮ বিশ্বকাপের আয়োজক হতে চেয়েছিলো। নিলামে তাদের হারিয়ে আয়োজক হয় রাশিয়া।

২০১০ বিশ্বকাপ জয়ী স্পেন সবশেষ বিশ্বকাপ আয়োজন করেছে ১৯৮২ সালে। পর্তুগাল অবশ্য এর আগে কখনও বিশ্বকাপ আয়োজন করেনি। ২০০৪ সালে তারা ইউরোর আয়োজক হয়েছিলো। আর মরক্কো ২০২৬ বিশ্বকাপের আয়োজক হতে চাইলেও সেই বিশ্বকাপে যৌথভাবে আয়োজক হয়েছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।