বিশ্ব সাঁতারে অভিজ্ঞতা অর্জনই লক্ষ্য বাংলাদেশের

2018-FINA-World-Swimming-Championships-25-m_1530617576আগামী ১১ থেকে ১৬ ডিসেম্বর চীনের হাংঝুতে হতে যাচ্ছে ফিনা বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ। এতে অংশ নিচ্ছে বাংলাদেশের চার সাঁতারু। এরা হলেন- মাহফিজুর রহমান সাগর, মাহমুদুন্নবী নাহিদ, সোনিয়া আক্তার টুম্পা ও নাইমা আক্তার। বিশ্ব আসরে অংশ নিতে শুক্রবার রাতেই ঢাকা ছাড়ছেন তারা।

ছেলেদের ৫০ ও ১০০ মিটার বাটারফ্লাইয়ে নাহিদ, মেয়েদের ৫০ মিটার ফ্রি স্টাইল ও ৫০ মিটার বাটারফ্লাইয়ে টুম্পা, মেয়েদের ৫০ ও ১০০ মিটার ব্যাকস্ট্রোকে সোনিয়া অংশ নেবেন। সাগরের ইভেন্ট হলো ৫০ ও ১০০ মিটার ফ্রিস্টাইল।

বাংলাদেশের চার সাঁতারুর লক্ষ্য নিজেদের সেরা টাইমিং করে অভিজ্ঞতা আরো বাড়ানো। মাহফিজুর রহমান সাগর জানালেন সেই কথা, ‘বিশ্ব চ্যাম্পিয়নশিপের মতো আসরে আমাদের অংশগ্রহণ অভিজ্ঞতা অর্জনের জন্য। এখানে নিজেদের সেরা টাইমিং করতে পারলে সেটাই হবে প্রাপ্তি। আমরা যে চার সাঁতারু যাচ্ছি, আশা করছি সবাই নিজেদের সেরাটা ওখানে দিতে পারবো।’