মাইলফলকের ম্যাচে তামিম-মুশফিকের ফিফটি

283178

লিটন দাসের রিটায়ার্ড হার্টের পর ইমরুল দ্রুত ফিরে গেলে কিছুটা চাপে পড়ে গিয়েছিলো বাংলাদেশ। সেই চাপ দ্রুততায় কাটিয়ে উঠে অভিজ্ঞ মুশফিক-তামিম জুটিতে। দ্রুত গতিতে স্কোরবোর্ডে রান যোগান দিচ্ছেন তারা। বাংলাদেশের সংগ্রহ ২৩ ওভারে ১ উইকেটে ১২৪ রান।

টস হেরে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওয়ানডের শুরুটা চোট ধাক্কায় শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ওভারে ওশানে থমাসের ফুলার লেন্থের বলে আঘাত পেয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছেন ডানহাতি ওপেনার লিটন দাস।

থমাসের ফুলার লেন্থের বল গিয়ে লাগে লিটনের ডান গোড়ালির পেছনের অংশে। চোট বেশি হওয়ায় স্ট্রেচারে করে মাঠ ছেড়েছেন লিটন। সার্বিক অবস্থা জানতে তাকে সরাসরি মিরপুরের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানেই এক্সরে করানো হবে তার।

নতুন নামা ইমরুল এক ওভার বিরতি দিয়ে সেই থমাসের বলে ধরাশায়ী হয়ে ফিরেছেন সাজঘরে। অফস্টাম্পের বাইরের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ইমরুল। বিদায় নেন রানের খাতা খোলার আগেই। 

নবম ওভারে লেগ বিফোরের আবেদনে রিভিউ নিয়েছিলো ওয়েস্ট ইন্ডিজ। মুশফিক ব্যাট করছিলেন। কিন্তু রিভিউয়ে দেখা যায় বল মিস করেছে স্টাম্প। এরপর দ্রুত গতিতে ব্যাট চালিয়ে খেলেন মুশফিক ও তামিম ইকবাল।

ক্যারিবীয় বোলারদের মেরেই খেলছেন দুজন। আজকে বাংলাদেশের অভিজ্ঞ ৫ ক্রিকেটারের মাইলফলকের ম্যাচ। মিরপুরে শততম ম্যাচ খেলতে নামছেন। এই ম্যাচটি স্মরণীয় করতেই ক্যারিয়ারের ৩২তম ফিফটি তুলে নিয়েছেন মুশফিক। অপরপ্রান্তে থাকা ওপেনার তামিমও মাইলফলকের ম্যাচে হাঁকিয়েছেন অর্ধশতক। তামিম ব্যাট করছেন ৫০ রানে আর মুশফিক ৫২ রানে।