বিজয় দিবস ক্যারমে চ্যাম্পিয়ন রবিন-আফসানা

ক্রেস্ট হাতে টুর্নামেন্ট বিজয়ীরা। বাংলাদেশ ক্যারম ফেডারেশনের উদ্যোগে শেষ হয়েছে ৮দিন ব্যাপী বিজয় দিবস ক্যারম টুর্নামেন্ট। পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকার মো. আলী রবিন, রানার-আপ হন চট্রগ্রাম জেলা ক্রীড়া সংস্থার মো. হেমায়েত মোল্লা এবং তৃতীয় স্থান লাভ করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিগ্ধ।

মহিলা এককে চ্যাম্পিয়ন হন ইডেন কলেজের আফসানা নাসরিন, রানার-আপ সাবিনা আক্তার এবং তৃতীয় স্থান অর্জন করেন ফারহানা নাসরিন লিপি। এবারের টুর্নামেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ইডেন মহিলা কলেজসহ ঢাকা ও চট্রগ্রাম জেলা ক্রীড়া সংস্থা, খুলনা, বাগেরহাট, সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে খেলোয়াড়রা অংশগ্রহণ করেছে। 

টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে মঙ্গলবার। পুরস্কার হিসেবে খেলোয়াড়দের প্রাইজমানি ও ক্রেস্ট প্রদান করা হয়। ১৮-২৫ ডিসেম্বর পর্যন্ত টানা ৮ দিন চলে বিজয় দিবস ক্যারম টুর্নামেন্ট। মওলানা ভাসানী স্টেডিয়ামে বাংলাদেশ ক্যারম ফেডারেশনের প্রশিক্ষণ কক্ষে পুরুষ-মহিলা দুই বিভাগে ৫০ জন খেলোয়াড় অংশগ্রহণ করে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের এসপি (প্লানিং অ্যান্ড অপারেশন) আশরাফুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ টেভির সিনিয়র বার্তা সম্পাদক মাহমুদুল হাসান শামীম ও বীর মুক্তিযোদ্ধ কাজী মান্নান। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ফেডারেশনের কোষাধ্যক্ষ হাসনাইন ইমতিয়াজ শিহাব, চিফ আম্পায়ার মো. ফেরদৌস আখতার।

বিজয় দিবস ক্যারম টুর্নামেন্টে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিলো বাংলা ট্রিবিউন, দেশ টিভি ও ডেইলি বাংলাদেশ।