পান্ডিয়া-রাহুলকে খেলতে দেওয়ার অনুরোধ

হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুল। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অনেক সিদ্ধান্তই ঝুলে আছে দেশটির সুপ্রিম কোর্টের দেওয়া এক সিদ্ধান্তের কারণে। নতুন করে সুপ্রিম কোর্ট নিয়োজিত ন্যায়পাল নিয়োগ না হলে কোনও সিদ্ধান্ত দিতে পারছে না প্রশাসক কমিটি। তাই ঝুলে আছে নিষেধাজ্ঞার কবলে পড়া প্রাপ্ত লোকেশ রাহুল ও হার্দিক পান্ডিয়ার ভবিষ্যতও।

নতুন গঠনতন্ত্র অনুসারে বোর্ডের বিচার কার্যের সর্বোচ্চ ব্যক্তি এই ন্যায়পাল। এই অবস্থায় ন্যায়পাল না থাকায় হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুলের ভবিষ্যতও ঝুলে রয়েছে একই কারণে। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সিকে খান্না প্রশাসকদের কাছে অনুরোধ করলেন দোদুল্যমান এই অবস্থায় তাদের ভবিষ্যৎ ঝুলিয়ে না রেখে খেলতে দিতে। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘যেহেতু তদন্ত আটকে আছে তাই এই মুহূর্তে দুই ক্রিকেটারকে খেলার অনুমতি দেওয়া হোক। নিউজিল্যান্ড সিরিজে যত দ্রুত সম্ভব তাদের খেলতে দেওয়া হোক।’

ভারতীয় সেলেব্রেটি টক শো কফি উইথ করণে নারীদের নিয়ে দুই ক্রিকেটারের করা অশালীন মন্তব্য নিয়ে সিকে খান্নার কথা, ‘ওরা ভুল করেছে। এই কারণে ওদের নিষিদ্ধও করা হয়েছে। অস্ট্রেলিয়া সিরিজ থেকে ডেকে পাঠানো হয়েছে। এই অবস্থায় তারা ক্ষমাও চেয়ে নিয়েছে। ওদের ক্যারিয়ারটাকে আমাদের হুমকির মুখে ফেলা উচিত হবে না।’