কোয়ার্টার ফাইনালে ওসাকা

নাওমি ওসাকা।পিছিয়ে পড়েও অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন ইউএস ওপেন জয়ী নাওমি ওসাকা। শেষ ষোলোতে লাতভিয়ার আনাসতাসিজা সেভাসতোভাকে হারিয়েছেন পরের দুই সেটে।

প্রথম সেটে অবশ্য তিনি হার দিয়ে শুরু করেছিলেন ৪-৬ গেমে। পরের দুই সেটে ঘুরে দাঁড়ান ৬-৩, ৬-৪ গেমে জিতে। পরের পর্বে ষষ্ঠ বাছাই এলিনা স্ভিতোলিনার মুখোমুখি হবেন তিনি। অপর দিকে চেক সপ্তাম বাছাই ক্যারোলিনা প্লিসকোভা হারিয়েছেন স্প্যানিশ ১৮তম বাছাই গারবিন মুগুরুজাকে। তার জয়টা ছিলো ৬-৩, ৬-১ গেমে।

ছেলেদের এককে আলেকজান্ডার জিরেভকে চতুর্থ রাউন্ড থেকে বিদায় দিয়েছেন কানাডার মিলোস রাওনিক। এবারের অস্ট্রেলিয়ান ওপেনে ফেভারিট ভাবা হচ্ছিলো জার্মানির এই তারকাকে। কিন্তু তাকে প্রতিরোধ গড়ার সুযোগ সেভাবে দেননি রাওনিক। জয় তুলে নেন ৬-১, ৬-১, ৭-৬ (৭-৫) গেমে।

বাজে পারফরম্যান্সে নিজের ওপরই রাগ হচ্ছিলো জিরেভের। দ্বিতীয় সেটের পর ক্ষোভে নিজের র‌্যাকেটটিকে আছাড় মেরে ভেঙে ফেলেছিলেন। অপর দিকে শান্ত থেকেই জয় তুলে নেন রাওনিক। জয়ের পর জানালেন, ‘আমি চেষ্টা করেছি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে। এটাই সব থেকে কাজে দিয়েছে।’