চোটের কারণে নেইমার ছিলেন না দলে। তার অনুপস্থিতি টের পেতে দেননি কিলিয়ান এমবাপে, অ্যাঙ্গেল ডি মারিয়া ও কাভানিরা। ম্যাচের ৭ মিনিটে গোল করে পিএসজির দারুণ সূচনা এনে দেন কাভানি। ২৮ মিনিটে রেনের নিয়াং সমতা ফেরালেও দ্বিতীয়ার্ধে আরও তিন গোল করে তাদের বিধ্বস্ত করে পিএসজি। ৬০ মিনিটে ডি মারিয়ার গোলে ব্যবধান বাড়ালে ৬৬ মিনিটে এমবাপে করেন তৃতীয় গোল। বারুদ ঠাসা এই ১১ মিনিটে জোড়া গোলের দেখা পান কাভানি। ৭১ মিনিটে তার গোলে ব্যবধান হয়ে যায় ৪-১।
শীর্ষে থাকা পিএসজির সংগ্রহ ২০ ম্যাচে ৫৬ পয়েন্ট। ২২ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় লিল।
এদিকে এফএ কাপের পঞ্চম রাউন্ড নিশ্চিত করেছে ইংলিশ ক্লাব চেলসি। শেফিল্ড ওয়েডনেসডেকে তারা হারিয়েছে ৩-০ গোলে। তাদের জয়ের দিনে অবশ্য টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে টটেনহাম হটস্পার। ক্রিস্টাল প্যালেস তাদের হারিয়ে দিয়েছে ২-০ গোলে। চার দিন আগে লিগ কাপের সেমি ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর এফএ কাপ থেকেও বিদায় নিতে হলো স্পারদের।