চিটাগংয়ের সংগ্রহ ১৭৪ রান

_B9I2039বিপিএলে শেষ চারের লড়াইয়ে অবস্থান পোক্ত করতে মুখোমুখি হয়েছে চিটাগং ভাইকিংস ও ঢাকা ডায়নামাইটস। আজ জিতলেই শেষ চার নিশ্চিত হবে চিটাগংয়ের। এই অবস্থায় টস জিতে ব্যাটিং করে ৫ উইকেটে ১৭৪ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে চিটাগং।

চিটাগংয়ের বড় সংগ্রহের মূল কারিগর ছিলেন ডেলপোর্ট ও মুশফিকুর রহিম। ৮৮ রানে ২ উইকেট পড়ে গেলে চাহিদা মেনে ব্যাট করতে থাকেন দুজন। ৫৭ বলে ৭১ রান করেন ডেলপোর্ট। যদিও শুরুর দিকে তিনি খেলছিলেন রয়ে সয়ে। আর অধিনায়ক মুশফিকুর রহিম ছিলেন আগ্রাসী। বিদায় নেওয়ার আগে ২৪ বলে করেন ৪৩ রান।

শেষ ওভারে আলোচিত এই জুটি ভাঙতে বিপিএলে মৌসুমের তৃতীয় হ্যাটট্রিকের কীর্তি গড়েন আন্দ্রে রাসেল। চিটাগংয়ের বড় সংগ্রহ ছাপিয়ে শেষ দিকে আলোচনার কেন্দ্রে চলে আসেন ক্যারিবীয় এই তারকা। শেষ ওভারে প্রথম তিন বলে বিদায় দেন মুশফিকুর রহিম, ডেলপোর্ট ও শানাকাকে। ফলে স্কোর বোর্ড আরও সমৃদ্ধ হতে পারেনি চিটাগংয়ের। ৫ উইকেটে ১৭৪ রানে থামে চিটাগংয়ের ইনিংস।