বিপিএল শেষ অ্যালেক্স হেলসের

অ্যালেক্স হেলস।রংপুর রাইডার্সের প্লে অফ যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো দলটির তারকা ব্যাটসম্যান অ্যালেক্স হেলসের। মারকুটে এই ব্যাটসম্যানকেই বিপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে পাচ্ছে না রংপুর। কাঁধের চোট নিয়ে ছিটকে গেছেন ইংলিশ এই ব্যাটসম্যান।

রাজশাহী কিংসের বিপক্ষে সবশেষ ম্যাচে খেলতে কাঁধে চোট পেয়েছেন তিনি। হেলসের চোটের সবশেষ এই অবস্থা জানিয়েছেন রংপুর কোচ টম মুডি। বৃহস্পতিবার অনুশীলনের পর এই দুঃসংবাদ জানিয়ে বলেন, ‘আমরা গতকাল রাতে এই খবরটি পেয়েছি। ব্যাটিংয়ের সময় বাম কাঁধে সে চোট পেয়েছে। এই চোটের কারণে তাকে লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে বলেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তার সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় ঠিক করবে।’

শুরুতে ৬ ম্যাচের মধ্যে ৪ ম্যাচ হেরে বিপদে পড়ে গিয়েছিলো রংপুর রাইডার্স। এই অবস্থায় ব্যাট হাতে হেলস ঝড়ই রংপুরের ঘুরে দাঁড়াতে ভূমিকা রাখে শেষ দিকে। তার তাণ্ডবে চার ম্যাচে জয় পায় মাশরাফিরা। এই ম্যাচগুলোর স্কোরগুলোর দিকে তাকালে বোঝা যাবে কতটুকু বিধ্বংসী ছিলেন তিনি- ৮৫*, ১০০, ৫৫ ও ৩৩।

এমন একজন ব্যাটসম্যানকে হারিয়ে আফসোস করলেন কোচ টম মুডি, ‘দুর্ভাগ্যবশত তার টুর্নামেন্টের এখানেই সমাপ্তি। এই কয়দিন তার প্রভাবকতটুকু ছিলো সেটা বলার অপেক্ষা রাখে না।’