৫-০ তে সিরিজ হার শ্রীলঙ্কার

অকেজো হয়ে যায় একটি ফ্লাড লাইট।২০১৫ বিশ্বকাপের পর ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে লঙ্কানদের দীনতা আরও প্রকট হয়ে ধরা দিলো।চতুর্থবারের মতো ৫-০ তে সিরিজ হারের লজ্জা পেলো শ্রীলঙ্কা। অবশ্য কেপ টাউনের শেষ ওয়ানডেটা ছিলো ঘটনাবহুল। ফ্লাড লাইটের আলো না থাকায় ম্যাচ মীমাংসা হয়েছে ডি/এল মেথডে। তাতে ৪১ রানের জয় নিশ্চিত করে সিরিজ ৫-০ তে জিতেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

লঙ্কানদের অল্পতে বেঁধে রেখে স্বাগতিকরা দাপুটে জয়ের অপেক্ষাতেই ছিলো এক সময়। স্বাগতিকদের প্রয়োজন ছিলো ৯১ রান, হাতে ৮ উইকেট। বল আছে আর ১৩২। তখনই অকেজো হয়ে যায় একটি ফ্লাড লাইট।

নিউল্যান্ডস স্টেডিয়ামের দর্শকরাও বঞ্চিত হন পুরো ম্যাচের উত্তেজনা থেকে। এক পর্যায়ে ৯০ মিনিট পার হয়ে গেলে সব চেষ্টা ব্যর্থ হলে ম্যাচ আর মাঠে গড়ানো যায়নি। ডি/এল মেথডে ৪১ রানে এগিয়ে থাকায় জয় নিশ্চিত হয় প্রোটিয়াদের। না হলে বড় ব্যবধানে জয় নিশ্চিত হতো স্বাগতিকদের। এই ভেবে স্বস্তি পেতেই পারেন লঙ্কানরা। কারণ তাদের বোলিংকে পুরোপুরি নখদন্তহীন করে ছেড়েছেন এইডেন মারক্রাম। ৮ রানে ডি কক ফিরে গেলে জুটি গড়েন মারক্রাম ও অধিনায়ক প্লেসিস। প্লেসিস ২৪ রানে ফিরলেও ফের জুটি গড়েন ভ্যান ডার ডুসেনের সঙ্গে। তিনি ২৮ রানে অপরাজিত ছিলেন। অপরপ্রান্ত ৬৭ রানে অপরাজিত ছিলেন মারক্রাম।

তার আগে টস জিতে শ্রীলঙ্কা আহামরি কোনও সংগ্রহ দাঁড় করায়নি। প্রোটিয়া বোলিংয়ে ৪৯.৩ ওভারে তারা গুটিয়ে যায় ২২৯ রানে। উল্লেখযোগ্য ইনিংস বলতে কুসল মেন্ডিসের ৫৬ রান। এছাড়া প্রিয়মল পেরেরা ৩৩, অ্যাঞ্জেলো পেরেরা ৩৩ ও শেষ দিকে পুনরায় উদানা দায়িত্বশীল ৩২ রান করলে সম্মানজনক অবস্থানে যায় লঙ্কানরা। রাবাদা তিনটি নেন সর্বোচ্চ। সিরিজ সেরা কুইন্টন ডি কক, ম্যাচসেরা মারক্রাম।