বঙ্গবন্ধু কাপ গলফ ওপেনের ট্রফি উন্মোচন

বঙ্গবন্ধু কাপ গলফ ওপেনের ট্রফি উন্মোচন।বৃহস্পতিবার বঙ্গবন্ধু কাপ গলফ ওপেনের লোগো উন্মোচন হয়েছিলো আগেই। এবার বাকি ছিলো ট্রফি উন্মোচন। রবিবার রাতে হয়ে গেলো সেটাও। যেখানে বিশেষ অতিথি হয়ে এসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

এশিয়ান ট্যুর ওপেনের গলফ প্রতিযোগিতা আগেও ঢাকায় হয়েছে চারবার। তবে এবারই প্রথম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে শুরু হচ্ছে এই প্রতিযোগিতা। ৩ থেকে ৬ এপ্রিল কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন। এবারের আসরটি পঞ্চমবারের মতো আয়োজন করছে বাংলাদেশ।

কুর্মিটোলা গলফ ক্লাবের ব্যাংকুয়েট হলে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু কাপ গলফ ওপেনের ট্রফি উন্মোচন করেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লে. জেনারেল মো. শামসুল হক। এসময় বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

এছাড়া বাংলাদেশ গলফ ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল মো. এনায়েত উল্লাহ, ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল মো. সাঈদ সিদ্দিকি, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক রিক হক শিকদার ও রণ হক শিকদার, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোস্তাক আহমেদ।

সাড়ে তিন লাখ ডলারের এশিয়ান ট্যুরের এই প্রতিযোগিতায় ২২ দেশের ১৪৬ জন গলফার অংশ নেবেন। বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন ৪৬জন। যেখানে ৪০জন পেশাদার বাকি ৬জন সৌখিন।