ফুটবলে বর্ণবাদের স্থান নেই: ফিফা প্রধান

ফিফার প্রেসিডেন্ট গিয়ান্নি ইনফান্তিনো

বিভিন্ন লিগে বিগত বেশ কয়েকটি ম্যাচে আলোচনায় ছিলো বর্ণবাদ। জুভেন্টাসের ফরোয়ার্ড ময়েস কিন যেমন বর্ণবাদী আচরণের শিকার হয়েছিলেন। এমন ঘটনার শিকার কুলিবালি ও ড্যানি রোসরাও। আরও কিছু ম্যাচে এমন ঘটনার মাত্রা বেড়ে যাওয়ায় বেশ উদ্বিগ্ন ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো তাই জিরো টলারেন্সের কথা বললেন এমন ব্যাধি নির্মূলে।

ফিফা প্রেসিডেন্ট বর্ণবাদী আচরণকে কোনওভাবে সমর্থন যোগ্য মনে করেন না। সব ফুটবল অ্যাসোসিয়েশনকে আহ্বান জানালেন এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে, ‘সম্প্রতি বেশ কিছু বর্ণবাদী আচরণের ঘটনা ঘটেছে, যা সত্যিই দুঃখজনক। একই সঙ্গে এমন আচরণ কোনওভাবে গ্রহণযোগ্য নয়।’

‘ফুটবলে বর্ণবাদের কোনও স্থান নেই, একই সঙ্গে সমাজেও’- কঠোর এমন অবস্থানের কথা তুলে ধরে ইনফান্তিনো সম্প্রতি বর্ণবাদী আচরণের শিকার হওয়া কুলিবালি, রাহিম স্টারলিংদের পাশে থাকার কথা জানিয়েছেন, ‘গুয়ানো, কুলিবালি, রাহিম স্টারলিং ও ড্যানি রোসের পাশে আছে। একই সঙ্গে বাকিদের যারা এমন আচরণের শিকার হয়েছেন। কারণ এই বর্ণবাদের শেষ হওয়া দরকার।’