একাডেমি কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন আমিরুন স্মৃতি একাডেমি

একাডেমি কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন আমিরুন স্মৃতি ক্রিকেট একাডেমিবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজিত হয়ে গেলো বিসিবি একাডেমি কাপ ক্রিকেট। বৃহস্পতিবার দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছে আমিরুন স্মৃতি ক্রিকেট একাডেমি।

ঢাকার ৩২টি একাডেমিকে নিয়ে গত ১৭ মার্চ থেকে মাঠে গড়ায় এবারের আসর। বৃহস্পতিবার সিটি ক্লাব মাঠে একাডেমি কাপের ফাইনালে লড়েছে আমিরুন স্মৃতি ক্রিকেট একাডেমি ও গুলশান ইয়ুথ ক্রিকেট ক্লাব।

টস জিতে আমিরুন স্মৃতি ক্লাব নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ অপরাজিত ৮৯ রানের ইনিংস খেলেন রাকিব উদ্দিন। ১৪১ বলে ১১ চার ও ১ ছয়ে ইনিংসটি সাজান রাকিব। ২০৬ রানের লক্ষ্যে খেলতে নামা গুলশান ইয়ুথ ক্রিকেট ক্লাব ৪৭ ওভারে সবকটি উইকেট হারিয়ে থেমে যায় ১৭৭ রানে। তাতে ২৮ রানের জয় পায় আমিরুন স্মৃতি ক্রিকেট একাডেমি। আমিরুন স্মৃতি ক্লাবের রাকিব উদ্দিন ৮৯ রানের ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার পান।

একাডেমি কাপের সেরা ব্যাটসম্যান নির্বাচিত হয়েছেন গোল্ডেন বয়েজ ক্রিকেট একাডেমির শ্রাবন আহমেদ। সেরা বোলার নির্বাচিত হয়েছেন গুলশান ইয়ুথ ক্রিকেট একাডেমির তানভীর আহমেদ। অন্যদিকে টুর্নামেন্ট সেরা হয়েছেন চট্টগ্রাম ব্রাদার্স একাডেমির আতিকুল ইসলাম।