বার্সেলোনা ওপেনে নাদালের প্রতিপক্ষ ৬৩তম মায়ার

ruFgwCj2uDTlxmiwyqJ02VUoGHRbIfvYYuWxzujq

মন্টে কার্লোতে সেমিফাইনালে বিদায় নিতে হয়েছে ক্লে কোর্টের রাজা রাফায়েল নাদালকে। সেই হতাশা নিয়ে ক্লে কোর্টের আরেকটি টুর্নামেন্ট বার্সেলোনা ওপেন শুরু করতে যাচ্ছেন এর বর্তমান চ্যাম্পিয়ন। বাই পেয়ে দ্বিতীয় রাউন্ড থেকে শুরু করবেন এই প্রতিযোগিতা। আর দ্বিতীয় রাউন্ডে র‌্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে থাকা নাদালের প্রতিপক্ষ র‌্যাংকিংয়ের ৬৩ নম্বর লিওনার্দো মায়ার।

ক্লে কোর্টের রাজা নাদাল ১১বার জিতেছেন বার্সেলোনা ওপেন। যার যাত্রা শুরু হবে বুধবার। ক্লে কোর্টে তার অবিচল ছুটে চলা সব সময়ই প্রত্যাশিত একটি বিষয়। কিন্তু মন্টে কার্লোতে তাকে মাটিতে নামিয়ে এনেছেন ফগনিনি। তার কাছে মন্টে কার্লোতে হারা সেই ম্যাচ এখনও ভুলতে পারেননি নাদাল। বার্সেলোনায় পৌঁছে জানালেন ক্লে কোর্টের সবচেয়ে বাজে ম্যাচ ছিলো তা, ‘আমার ব্যক্তিগত মতামত হলো ক্লে কোর্টে সবচেয়ে বাজে ম্যাচ খেলেছি সেদিন। এটাই সত্য, লুকানোর কিছু নেই। যা হয়েছে তাতো হয়েছেই।’

নাদালের প্রতিপক্ষ আর্জেন্টাইন মায়ার লড়াই করে পার করেছেন প্রথম রাউন্ড। আড়াই ঘণ্টার লড়াইয়ে ৬-৩, ৬-৭ (৩), ৭-৫ গেমে হারিয়েছেন মারিউস কপিলকে।